নিজস্ব সংবাদদাতা, বীরভূ্ম, ৪ঠা নভেম্বর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে এবার পা রাখতে চলেছেন দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রীতি অনুসারে তিনি বিশ্বভারতীর সর্বোচ্চ পরিদর্শকের পদে রয়েছেন। জানা গিয়েছে, তিনি ১১ ই নভেম্বর বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ।
বিশ্বভারতীতে রাষ্ট্রপতি’র উপস্থিতি নিয়ে রাইসিনা হিল থেকে সবুজ সংকেত পাওয়ার পর ইতিমধ্যেই প্রস্তুতির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবার আসতে চলেছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।১১ তারিখের সেই সমাবর্তন অনুষ্ঠান নিয়ে বিশ্বভারতীতে বীরভূম জেলা প্রশাসনের সাথে বিশ্বভারতী কর্তৃপক্ষের এক দফা বৈঠক হয় । বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রথম দফা্র বৈঠক হয়েছে। এখানে কোনরকম প্রটোকল সম্বন্ধীয় আলোচনা হয়নি। এরপরের মিটিংয়েই বিস্তারিত আলোচনা হবে।