নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৪ ঠা মে :বিশ্বভারতী চত্বরে চীনা ভবনের কাছে উদ্ধার হলো এক মহিলা ও এক যুবকের মৃতদেহ। গতকাল রাত্রে ১১টা নাগাদ বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষীরা দুটি দেহ পড়ে থাকতে দেখে প্রশাসনকে জানালে শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে উদ্ধার করে করে দেহ দুটি ।পুলিশের প্রাথমিক অনুমান যুগল দুইজনে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। মৃত যুবকের নাম সোমনাথ মাহাতো। বাড়ি বোলপুর জামবুনিতে। ঘটনাস্থলে উপস্থিত অনেকে দাবী করেছে ছেলেটি শ্রীনন্দা হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। যদিও মহিলার পরিচয় পাওয়া যায় নি।তবে মহিলা বিবাহিত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। যদিও ঘটনায় প্রশ্ন উঠেছে বিশ্বভারতীর নিরাপত্তা নিয়ে। আম্রকুঞ্জ তথা বাকি অংশে রাত্রি ৮টার পর যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও কিভাবে নজর এড়িয়ে যুগল কিভাবে সেখানে গিয়ে আত্মহত্যা করলো?
বিশ্বভারতী চত্বরে যুগলের মৃতদেহ উদ্ধার
বিশ্বভারতী চত্বরে যুগলের মৃতদেহ উদ্ধার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram