বিশ্বভারতী থেকে ভিন জেলার সন্দেহভাজন ৩১ জনকে আটক করল পুলিশ

বিশ্বভারতী থেকে ভিন জেলার সন্দেহভাজন ৩১ জনকে আটক করল পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৪ ঠা আগস্ট :বিশ্বভারতী থেকে ভিন জেলার সন্দেহভাজন ৩১ জনকে আটক করল শান্তিনিকেতন থানার পুলিশ।
বিশ্বভারতীর রবীন্দ্রভবনের শ্যামলী গৃহের উদ্বোধন আগামী ১৬ ই আগস্ট। আর এই শ্যামলী গৃহের উদ্বোধনের জন্য আসছেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। বিশ্বভারতীতে উপরাষ্ট্রপতি আসার সুবাদে ইতিমধ্যেই সাজো সাজো রব বিশ্বভারতী চত্বরে, বাড়ানো হয়েছে নিরাপত্তা। আর বিশ্বভারতীতে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু পা রাখার ঠিক ১৩ দিন আগেই ঘটে গেল অঘটন। সন্দেহজনক ভাবে আটক ৩১ জন যুবক বিশ্বভারতীর আম্রকুঞ্জ এলাকা থেকে।

 

ঘটনাটি ঘটে আজ সন্ধ্যা নাগাদ। বিশ্বভারতী কর্তৃপক্ষ দেখতে পান ওই যুবকেরা আম্রকুঞ্জে বসে কিছু আলোচনা করছিল। বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, একসাথে বসে তাদের আলোচনার বিষয় নিয়ে সন্দেহ হয় কর্তৃপক্ষের। তারপরই শান্তিনিকেতন থানার পুলিশ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় ৩১ জন যুবককে।

আটক হওয়া ওই যুবকদের দাবি, তারা এখানে ঘুরতে এসেছেন এবং বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন। কোনরকম সন্দেহজনক আলোচনা অথবা মিটিং তারা করেননি।

কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, আটক হওয়া ওই যুবকদের কাউকেই দেখে পর্যটক মনে হচ্ছে না। এবং তারা আম্রকুঞ্জে বসে আলোচনা করছিল কোন কিছুর বিষয়ে। তা দেখে আমাদের সন্দেহ হয়। আম্রকুঞ্জ অথবা বিশ্বভারতী এলাকায় সন্ধ্যার পর পর্যটকদের প্রবেশ নিষেধ। তা সত্ত্বেও তারা কিভাবে এখানে প্রবেশ করে জটলা করল তা সন্দেহ। বিশ্বভারতী কর্তৃপক্ষের আরও দাবি, ওই যুবকেরা বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ বিভিন্ন এলাকার।

ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ৩১ জন যুবককে আটক করে। কি কারণে ওই যুবকেরা আম্রকুঞ্জে এলাকা এসেছিলেন এবং কি নিয়ে আলোচনা করছিলেন তা খতিয়ে দেখছে শান্তিনিকেতন থানার পুলিশ।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top