অচলাবস্থা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের সুবিধা কোনরকম ভাবেই কর্ণপাত করছেন না উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলে অভিযোগ। পৌষ মেলা নিয়ে যখন প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছিল তখনও তিনি গড় হাজির ছিলেন নিরাপত্তার দোহাই দিয়ে তিনি অনুপস্থিত থেকে যান। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মঞ্চ ভেঙে দেওয়া হয় নিরাপত্তা রক্ষী দিয়ে ।আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা দ্বারস্থ হয়েছেন আদালতের কাছে।
ছাত্র ছাত্রীদের আরও অভিযোগ, উপাচার্যের পদে থেকেও ছাত্রছাত্রী দের কোনরকম ভাবে সাহায্য করছেন না বিদ্যুৎ চক্রবর্তী। হোস্টেলের যে ব্যবস্থা থাকার কথা তাও নেই। লাইব্রেরীতে বই ঠিক মত পাওয়া যায় না। প্লেসমেন্টের যে ব্যবস্থা করার কথা ছিল বিশ্ব ভারতী কর্তৃপক্ষের কাছে কিন্তু তাও ঠিকমত হচ্ছে না ।শুধু এখানেই নয় বিক্ষোভরত সাত জন ছাত্র-ছাত্রীদের সাসপেন্ড করা হয় পাশাপাশি একজন অধ্যাপক কে সাসপেন্ড করা হয়েছে।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর নজরে এবার প্রবীণরা,নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর
এর ই প্রতিবাদে পথে নামতে বাধ্য হয়েছে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা। যাদের পরীক্ষা চলছিল সেই পরীক্ষাও স্থগিত রয়েছে। আন্দোলনকারী ছাত্র-ছাত্রী জানিয়েছেন পরীক্ষা বন্ধ থাকার ফলে যে বিভাগে পরীক্ষা চলছিল পরবর্তীকালে পরীক্ষা দিতে পারবেন ছাত্রছাত্রীরা । তাই সকাল থেকেই বিক্ষোভরত ছাত্র-ছাত্রীরা গেটের সামনে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছে । তাদের একটাই দাবি উপাচার্য তাদের সঙ্গে বসে যে যে সমস্যা রয়েছে তার সুষ্ঠু সমাধান করুন ।
এরপরও যদি উপাচার্য তাদের সঙ্গে কথা না বলেন তাহলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে অচল করে রাখবেন। সাত জন ছাত্র-ছাত্রীকে সাসপেন্ড করা হয়েছে পাশাপাশি এক অধ্যাপক কে সাসপেন্ড করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে । এই দাবি দাওয়া নিয়ে তারা আগামী দিনেও চলবে বলে জানান আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, অচলাবস্থা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের সুবিধা কোনরকম ভাবেই কর্ণপাত করছেন না উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলে অভিযোগ। পৌষ মেলা নিয়ে যখন প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছিল তখনও তিনি গড় হাজির ছিলেন নিরাপত্তার দোহাই দিয়ে তিনি অনুপস্থিত থেকে যান। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মঞ্চ ভেঙে দেওয়া হয় নিরাপত্তা রক্ষী দিয়ে ।আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা দ্বারস্থ হয়েছেন আদালতের কাছে।