চুল দিয়ে বাস টেনে বিশ্বরেকর্ড গড়লেন আশা

চুল দিয়ে বাস টেনে বিশ্বরেকর্ড গড়লেন আশা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বিশ্বরেকর্ড

চুল দিয়ে বাস টেনে বিশ্বরেকর্ড গড়লেন আশা। ভারী যান সবচেয়ে বেশিক্ষণ টেনে নিয়ে যাওয়ার নারী ক্যাটাগরিতে আশা এখনো শীর্ষে। আয়রন কুইন আশা রানি আর দশজন নারীর চেয়ে অনেকটাই ভিন্ন বা আলাদা। নামের আগে আয়রন কুইন যোগ হয়েছে তার এই ভিন্নতার কারণেই। একটি বাসের ওজন কম নয়। আর সেটা কি না চুল দিয়ে টানা। হ্যাঁ, এটাই করে দেখিয়েছেন পাঞ্জাবের আশা রানি।

 

আশা ১২ হাজার ২১৬ কেজি ওজনের বাস চুল দিয়ে টেনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছেন। সূত্রের খবর, দ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম পেজ থেকে নিয়মিত পুরোনো ভিডিও ও ছবি শেয়ার করা হয়, যেখানে বিশ্বরেকর্ড করা সব ঘটনা তুলে ধরা হয়। গতকাল আশা রানির একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে ওই পেজে, যিনি ভারী বাস চুল দিয়ে টেনে রেকর্ড গড়েছেন।

 

ভিডিওতে দেখা যাচ্ছে, ইতালির মিলানের লো শো দেই রেকর্ডের সেটে ১২ হাজার কেজির একটি ডাবল-ডেকার বাস চুল দিয়ে টানছেন আশা রানি। ২০১৬ সালে আশা রানি এ রেকর্ড গড়েন। ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। এ পর্যন্ত এতে ৫৯ হাজারের বেশি লাইক পড়েছে। আশার প্রশংসা করে মন্তব্য পড়েছে অনেক।

 

আর ওপড়ুন    শিয়ালদা-বনগাঁ শাখার ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ

 

আশা রানি চুল দিয়ে ৫৪ কেজি পর্যন্ত তুলতে সক্ষম। আর কান দিয়ে তুলতে পারেন ৩২ কেজি পর্যন্ত। ২০১৪ সালে চুল দিয়ে ২৬ হাজার ৯৩১.৬৭ পাউন্ডের এক গাড়ি পাঁচ মিনিট টেনে নিয়ে গড়েন বিশ্বরেকর্ড। এ ছাড়াও মোট ছয়টি রেকর্ড তার ঝুলিতে। পাঞ্জাবের বাসিন্দা ২৩ বছর বয়সী আশা রানি ছোট থেকেই অন্যদের থেকে আলাদা ছিলেন খানিকটা। এছাড়াও দুই চোখের পাপড়ি দিয়ে সবচেয়ে ভারী ওজন তোলা (নারী) এবং দুই কান ব্যবহার করে টানা সবচেয়ে ভারী যানের রেকর্ডও এই নারীর।

 

শেষটির ওজন ছিল ৩ হাজার ৭৪৫ পাউন্ড। এই রেকর্ডগুলো তিনিই বারবার করেছেন। ভেঙেছেন নিজের রেকর্ড নিজেই। তবে গিনেস কর্তৃপক্ষ বলছেন রানি তার চুল ব্যবহার করে ২৬ হাজার ৯৩১.৬৭ পাউন্ডের গাড়ি টেনে নিয়ে তার শেষ রেকর্ডটি করেছেন। গাড়িটি ছিল একটি ডাবল ডেকার লন্ডন বাস। সেসময় বাসে একজন ড্রাইভারসহ ৩২ জন লোক ছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top