নিজস্ব সংবাদদাতা, কোলকাতা ,৯ জানুয়ারি,আমরা প্রত্যেকেই শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে সচেতন। কোথাও সামান্য চোট বা আঘাত লাগলেই চিকিৎসকের পরামর্শ নিতে তড়িঘড়ি ব্যস্ত হয়ে যাই আমরা। কিন্তু কখনো মনের কথা ভাবি আমরা?
মনের কোথায় আঘাত লাগলো বা কোন আঘাত কতোটা গুরুতর তা কখনোয় আমরা গুরুত্ব সহকারে দেখিনা। অথচ সেখান থেকেই জন্ম নেয় মনের অসুখের।তাই এবার মনের অন্দরের খোঁজ নেবে মন মেলা। কোলকাতা শহরে চার দিন ধরে চলবে মনের ভেতর খুঁজে বেড়ানোর নানান প্রয়াস। মানসিক স্বাস্থ্য মেলা বা মেন্টাল হেলথ ফেয়ার, ২০২০। বিশ্বে এই প্রথম মেন্টাল হেলথ্ ফেয়ার অনুষ্ঠিত হল কোলকাতার বুকে।মন খারাপের কারণ খোঁজা এবং কিভাবে তা থেকে মুক্তি মেলে এসব নিয়েই চার দিন ধরে চলবে এই মেলা।
বৃহস্পতিবার এই মেলার শুভ উদ্বোধন করেন কোলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী ববি হাকিম। এছাড়াও ছিলেন ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিক অধিকর্তা তথা এই মেলার উদ্যোক্তা ডাঃ প্রদীপ সাহা সহ বিশিষ্টজনেরা। এদিন অনুষ্ঠানস্থল থেকে মন্ত্রী বলেন এই ধরণের উদ্যোগ সত্যিই অসাধারণ। আরো এই রকম কাউন্সিলিং মূলক অনুষ্ঠান হওয়া উচিত শহরে এমনটায় জানান তিনি।এদিন ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিক অধিকর্তা ডাঃ প্রদীপ সাহা বলেন, “মন ভালো রাখতে এবং মনের যন্ত্রণা দূর করতে, এই মেলার ভাবনা”।
এই মেলায় চিকিৎসকেরা আইকিউ টেস্টের পাশাপাশি, মন ভালো রাখার, উপায় বলে দেবেন। এছাড়াও থাকছে মানসিক স্বাস্থ্যের উপর বিভিন্ন ফিল্ম, নাটক, গানের অনুষ্ঠান, আলোচনা সভা যেখানে মন ভালো রাখার কথায় বলা হবে।মেন্টাল ফেয়ার চলবে ১২ই জানুয়ারী পর্যন্ত।
বিশ্বে এই প্রথম মেন্টাল হেলথ্ ফেয়ার অনুষ্ঠিত হল কোলকাতার বুকে
বিশ্বে এই প্রথম মেন্টাল হেলথ্ ফেয়ার অনুষ্ঠিত হল কোলকাতার বুকে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram