বিশ্ব উষ্ণায়ন রোধে গাছেদের ভালো রাখার বার্তায় অভিনব রাখী উৎসব

বিশ্ব উষ্ণায়ন রোধে গাছেদের ভালো রাখার বার্তায় অভিনব রাখী উৎসব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বাঁকুড়া – মানুষের প্রয়োজন মেটাতে বিশ্বজুড়ে দিন দিন কমছে গাছের সংখ্যা, যার ফলে বন্যপ্রাণীর অস্তিত্ব সঙ্কটে পড়েছে। গলছে বরফ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, আর প্রকৃতি মাঝে মাঝে তার রুদ্র রূপ দেখাচ্ছে। এসব সংকটের প্রেক্ষাপটে জয়পুর রেঞ্জের বন কর্মী ও আধিকারিকরা একটি অভিনব উদ্যোগ নিয়ে এসেছে। তারা গাছেদের ভালো রাখার কামনায় জঙ্গলের গাছে গাছে রাখী পরিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেছেন। একই সঙ্গে বন্যপ্রাণ রক্ষার গুরুত্বও তুলে ধরেছেন।

বন দফতরের কর্মী ও আধিকারিকেরা বিষ্ণুপুর কোতুলপুর রাজ্য সড়কের পাশে দ্রুতগামী যানবাহনের চালকদের হাতেও রাখী পরিয়ে দিয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে তারা চালকদের জঙ্গলের মধ্যে ধীরে গাড়ি চালানোর বার্তা দিয়েছেন, যাতে দুর্ঘটনার কারণে বন্যপ্রাণের মৃত্যু রোধ করা যায়। আর এই সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে চালকদের মিষ্টিমুখ করানো হয়।

রাখীর ক্ষেত্রে বন দফতর অভিনবত্ব দেখিয়েছে। গাছে গাছে যেসব রাখী পরানো হয় তা তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব টেরাকোটা দিয়ে, যেখানে স্থান পেয়েছে মল্ল রাজাদের হাতে তৈরী সুপ্রাচীন ও সুদৃশ্য স্থানীয় গোকুলচাঁদ মন্দিরের নকশা।

এই রাখী উৎসব শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি বিশ্ব উষ্ণায়ন রোধ ও বন্যপ্রাণ রক্ষায় বন দফতরের সচেতনতার প্রতীক হিসেবে কাজ করছে, যা মানুষ এবং প্রকৃতির সহাবস্থানের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top