‘বিশ্ব উষ্ণায়নে জল সংকট” ফালাকাটা দেশবন্ধু পাড়ায় মা দুর্গার মুখে থাকবে অক্সিজেন মাস্ক

‘বিশ্ব উষ্ণায়নে জল সংকট” ফালাকাটা দেশবন্ধু পাড়ায় মা দুর্গার মুখে থাকবে অক্সিজেন মাস্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘বিশ্ব উষ্ণায়নে জল সংকট” ফালাকাটা দেশবন্ধু পাড়ায় মা দুর্গার মুখে থাকবে অক্সিজেন মাস্ক। বেশ কয়েক বছর ধরে থিম পুজো করে আলিপুরদুয়ার জেলায় সাড়া ফেলেছে ফালাকাটার দেশবন্ধুপাড়া সর্বজনীন।মিলেছে বিশ্ববাংলা শারদ সন্মান সহ সরকারী বেসরকারী বহু পুরষ্কার৷ দেশবন্ধুপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজোর আয়োজন করলেও পুজোর মূল দায়িত্বে রয়েছে মন্দির সংলগ্ন পাড়ার ক্লাব উদয়ন সংঘ।

 

বিশ্ব উষ্ণায়নে জল সংকটের মতো মারাত্মক সমস্যা এবার তাদের থিম। ফালাকাটায় বিগবাজেটের পুজো গুলির মধ্যেও অন্যতম দেশবন্ধুপাড়া সর্বজনীন।বেশ কয়েক বছর ধরে নানা থিম পুজো করে জেলার মানুষকে তারা চমকে দিয়েছে। প্রতিবছরই বাস্তবমূখী বিভিন্ন বিষয় তুলে ধরা হয় থিম ভাবনায়।এবারেও থিমের মাধ্যমে তুলে ধরা হবে সচেতনতার বার্তা। বিশ্ব উষ্ণায়নের ফলে হবে তীব্র জল সংকট।যার জেরে শুকিয়ে যাবে জলস্তর।

 

তীব্র গরমে হাসফাঁস করবে মানুষ। গাছ কাটার ফলে অক্সিজেনের অভাবে হবে মানুষ,বন্য সহ অন্য প্রাণী কূলের মৃত্যু।এই ভয়ঙ্কর বিপদ কিভাবে ঘনিয়ে আসছে এবং এর থেকে পরিত্রানের উপায়ই বা কি তা দেখা দেবে এবার দেশবন্ধুপাড়ার পুজো প্যান্ডেলে। দিবারাত্র চলছে থিমের মন্ডপ তৈরির কাজ। থিম ভাববা অবশ্য ক্লাব কর্তাদের নিজস্ব।আর নিজস্ব ভাবনা থেকেই এবারের পুজোয় আলাদা বৈচিত্র আনতে চাইছে দেশবন্ধুপাড়ার সার্বজনীন।

আরও পড়ুন – গভীর রাতে পেট্রোল পাম্পের দুঃসাহসিক ডাকাতি, চাঞ্চল্য এলাকায়

থিম ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে প্রায় ২০ ফুট উচ্চতার প্রতিমা।প্রতিমার মুখে থাকবে অক্সিজেন মাস্ক।পাশে থাকবে অক্সিজেন সিলিন্ডারও।আবার প্রতিমার চালার উপরে থাকবে ঝর্ণা।তবে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এই ঝর্ণা কিভাবে শুকিয়ে যাচ্ছে তাও দর্শনার্থীদের দেখানো হবে। পৃথিবী কি ভাবে নানা রোগে জর্জরিত হচ্ছে তা ধাপে ধাপে দেখোর ব্যবস্থা করছে উদ্যোক্তারা। আলোকসজ্জা মধ্যমে সেই সব নানা বিষয় ফুটে উঠবে।পানীয় জলের কল থেকে,গাছ কাটার ফলে বৃষ্টি কমে যাওয়া এসব থিমের মাধ্যমেই তুলে ধরা হবে। এবার বাজট প্রায় ২০ লক্ষ টাকা।

 

এবারেও দেশবন্ধুপাড়ার পুজোয় বিশেষ আকর্ষন হিসেবে থাকছে দক্ষিন বঙ্গের এক ঝাক মহিলা ঢাকি।মোট ১২ জন মহিলা ঢাকি এবার পাঁচ দিন ঢাক বাজাবে।মহিলা ঢাকিদের থাকছে আলাদা মঞ্চও৷ওই মঞ্চের সামনেই মহিলাদের অভিনব ঢাকের বাদ্যি প্রত্যক্ষ করতে ভীড় জমান দর্শনার্থীরা।

 

দেশবন্ধুপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক অচিন্ত্য রায় বলেন,এবার আমাদের পুজো ৭৩ তম বর্ষ। নতুন প্রজন্মকে সচেতনতার বার্তা দিতে এবার আমাদের থিম বিশ্ব উষ্ণায়নে জল সংকট।প্যান্ডেলের মধ্যেই কি করে ধীরে ধীরে পৃথিবী ধ্বংশের মুখে চলে যাচ্ছে তা বোঝানো হবে।

 

গোটা পুজো প্যান্ডেল চত্ত্বর জুড়েই থাকবে সচেতনতার বার্তা।পুজো কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা বলেন,গত কয়েক বছর ধরে আমাদের ক্লাবের পুজো জেলায় আলাদা নাম করেছে।আমাদের থিম ভাবনাকে জেলা প্রশাসন এবং বিভিন্ন সংস্থা সন্মান জানিয়ে পুরষ্কৃত করেছে । তাতে দায়িত্ব অনেক বেড়েছে।আশা করছি এবারেও থিমের পুজো বিভিন্ন মহলে সাড়া ফেলবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top