Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
বিশ্ব উষ্ণায়ন নিয়ে আদৌ কি সচেতন মানুষ, সালকিয়ার গাছ কাটার ঘটনা...

বিশ্ব উষ্ণায়ন নিয়ে আদৌ কি সচেতন মানুষ, সালকিয়ার গাছ কাটার ঘটনা ফের প্রশ্ন তুলছে

বিশ্ব উষ্ণায়ন নিয়ে আদৌ কি সচেতন মানুষ, সালকিয়ার গাছ কাটার ঘটনা ফের প্রশ্ন তুলছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিশ্ব উষ্ণায়ন নিয়ে আদৌ কি সচেতন মানুষ, সালকিয়ার গাছ কাটার ঘটনা ফের প্রশ্ন তুলছে। আবহাওয়ার উষ্ণায়ন নিয়ে গোটা পৃথিবীর উন্নত দেশগুলো চিন্তিত। পাশাপাশি পরিবেশবিদরাও বারংবার সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর প্রসঙ্গ তুলে আনছেন। বিশ্ব উষ্ণায়নের জেরে ইতিমধ্যে পৃথিবীর বুকে ঘটে চলেছে একের পর এক বিপর্যয়।

 

তবু সেই সব প্রচার সতর্কতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজও অবুঝের মতোই কাজ করে চলেছে মানুষ, এমনটাই অভিযোগ বরাবর করে এসেছে পরিবেশবিদরা। সেই ধরণের ঘটনার ফের প্রমাণ পাওয়া গেলো হাওড়া শহরের বুকেই। হাওড়া পৌর নিগম এলাকার উত্তর হাওড়ার সালকিয়ার চার নং ওয়ার্ডের কলডাঙ্গা এলাকাতে গাছ কাটার ঘটনা ঘটে। ওই এলাকার ১৮৪/৩ জে এন মুখার্জী রোডের সামনে একটি ফলন্ত জামরুল গাছ নির্মম ভাবে কেটে ফেলার ঘটনার স্বাক্ষী থাকলো শহরবাসী।

 

এমনই অভিযোগ উঠে এসেছে ‘কনসার্ন ফর সালকিয়া’ নামের একটি পরিবেশ সংগঠনের সদস্যদের পক্ষ থেকে। তারা জানায়, সংগঠনের সদস্যরা সারা বছর ধরে এই অঞ্চলে বৃক্ষরোপণ করে। এর আগেও রাস্তার ধারে এই ধরণের বিভিন্ন গাছ তারা রোপন করেছেন। যদিও অনেক সময় তাদের রোপণ করা সেই গাছগুলোকে তুলে রাস্তায় ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এবার, ফলন্ত এক জামরুল গাছ কেটে জঞ্জালের স্তুপে ফেলে দেওয়া হয়েছে। তারা এই গাছ কাটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

আরও পড়ুন – আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রতিমা ভাসানে বাড়লো শব্দবাজির দাপট

পাশাপাশি এই কাজের সঙ্গে যুক্ত দোষীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং দোষীদের শাস্তির জন্য প্রশাসনের সমস্তস্তরে লিখিত অভিযোগ জানাবেন বলে সংগঠন সূত্রে খবর। এছাড়াও তারা ওই স্থানের সামনের কারখানার সি সি টিভি ফুটেজ পরীক্ষা করে দোষী ব্যক্তিকে সনাক্তকরণের দাবি জানান।

 

এরই পাশাপাশি ইন্টারনেটে সামাজিক মাধ্যমের সাহায্যে এই ঘটনার প্রতিবাদ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার আবেদন জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়েছে। হাওড়ার মতো উচ্চ জনঘনত্বপূর্ণ শহরে যেখানে দূষণের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে, সেখানে এই ধরণের গাছ নির্বিচারে কাটা হলে শহরের বাস্তুতন্ত্রের উপরেও বিরূপ প্রভাব পড়বে বলে অভিযোগ তাঁদের।

 

তাই তারা তাঁদের সংগঠনের মাধ্যমে গাছ কেটে ফেলার ঘটনার তীব্র প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি তুলেছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা আবারও গাছ লাগাবেন। কেউ বা কারা যদি ভেবে থাকেন গাছ কেটে দিলেই জায়গা দখল করে পার্কিং, বাড়ির গেটের জায়গা খালি হবে, তাহলে তারা ভুল ভাবছেন। যেখানে-যেখানে গাছ কাটা হবে, সেই সমস্ত জায়গায় ফের গাছ বসাবেন তারা, “কনসার্ন ফর সালকিয়া” সংগঠনের এই বার্তাই তারা শোনালেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top