বিশ্ব ডায়াবেটিস দিবসে হাওড়ায় সচেতনতামূলক ওয়াকথন—ডায়াবেটিস প্রতিরোধে জোর স্বাস্থ্যকর্মী ও বিশিষ্টজনদের

বিশ্ব ডায়াবেটিস দিবসে হাওড়ায় সচেতনতামূলক ওয়াকথন—ডায়াবেটিস প্রতিরোধে জোর স্বাস্থ্যকর্মী ও বিশিষ্টজনদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হাওড়া – ১৪ নভেম্বর শুধু শিশু দিবস নয়, বিশ্ব ডায়াবেটিস দিবসও। তাই ডায়াবেটিস সম্পর্কে জনসাধারণকে আরও সচেতন করতে বিশেষ ওয়াকথনের আয়োজন করল হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটি। সকালে হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে শুরু হওয়া এই পদযাত্রা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

এলাকার সাধারণ মানুষ, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন পদযাত্রায়। তাঁরা ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বার্তা ছড়িয়ে দেন। চিকিৎসকদের মতে, ডায়াবেটিস রোধে নিয়মিত হাঁটা, ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সচেতনতামূলক পদযাত্রার উদ্বোধন করেন হাওড়া জেলার মুখ্য সরকারি আইনজীবী সোমনাথ ব্যানার্জী। তিনি বলেন, “আজকের প্রজন্ম ফাস্ট ফুড ও অনিয়মিত জীবনযাপনে দ্রুত ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। তাই এ বিষয়ে মানুষের সচেতনতা অপরিহার্য।”

পদযাত্রায় পা মেলান ডায়াবেটিস স্টাডি সোসাইটির সামাজিক সম্পাদিকা জয়তী ভট্টাচার্য, শিল্পী মল্লার ঘোষ, বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট ডা. সঞ্জয় শাহ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. গুরুপ্রসাদ ভট্টাচার্য, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মৃদুল বেরা সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top