নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বধমান, ১০ই নভেম্বর, রোববার, বিশ্ব নবী দিবস উপলক্ষে কাঁকসার দানবাবা থেকে রেলি অনুষ্ঠিত হলো। এদিন প্রায় কয়েক হাজার ইসলাম ধর্মের মানুষ এই রেলি তে যোগদান করেন। সকাল 9টা নাগাদ কাঁকসার দানবাবা থেকে শুরু করে কাঁকসার বিভিন্য এলাকা ঘুরে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে শেষ হয়।
এদিন যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।রেলি শেষে পানাগড় বাজারের মসজিদে নামাজের সাথে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয়।