বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের আগে বাংলায় নতুন পালক

বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের আগে বাংলায় নতুন পালক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের আগে বাংলায় নতুন পালক। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মিলন মেলার নাম বদলে আজ থেকে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গন। বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের আগে বাংলায় নতুন পালক। সারা পৃথিবীর কাছে নজরকাড়া কাজ হয়েছে। এখন বাংলার জিনিস প্রদর্শনের বাইরে যেতে হবে না। এখন বাইরের মানুষকে এখানে নিয়ে আসতে পারবেন। 3 লক্ষ মানুষ একসাথে এখানে আসতে পারবেন ।দুই থেকে তিন মাসের মধ্যে ধনধান্যে স্টেডিয়াম। শঙ্খের আকারে স্টেডিয়াম আলিপুরে তৈরি হচ্ছে। দেউচা পাচামি তে 12 হাজার কোটি টাকার প্রকল্প।

 

আমার লক্ষ্য এখন শিল্প, আগামী দিনে আরো অনেক শিল্প আসছে রাজ্যে। 100 দিনের কাজ ও (MSME) তে বাংলা এক নম্বরে। সামাজিক সুরক্ষা স্কিমে বাংলা সারা দেশে প্রথম। বড় কাজের জন্য বড় মানসিকতার প্রয়োজন, কেন্দ্রের কাছে 90 হাজার কোটি টাকা পাওনা। হাঁসখালির ঘটনা খারাপ। হাঁসখালির ঘটনায় ছেলেও মেয়েটির প্রেম ছিল ,মেয়েটি গর্ভবতী ছিল কিনা খতিয়ে দেখা উচিত। শিশু সুরক্ষা কমিশন ঘটনা খতিয়ে দেখবে।বাংলায় অন্যায়ের শাস্তি হয়।দোষীদের গ্রেপ্তারিতে রঙ দেখা হয় না, এটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নয়। আমরা ইস্যুকে সমর্থন করতে পারি , বনধ্ কে নয় । বনধ্ আমি করতে দেব না।

 

উল্লেখ্য, বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মিলন মেলার নাম বদলে আজ থেকে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গন। বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের আগে বাংলায় নতুন পালক। সারা পৃথিবীর কাছে নজরকাড়া কাজ হয়েছে। এখন বাংলার জিনিস প্রদর্শনের বাইরে যেতে হবে না। এখন বাইরের মানুষকে এখানে নিয়ে আসতে পারবেন। 3 লক্ষ মানুষ একসাথে এখানে আসতে পারবেন ।দুই থেকে তিন মাসের মধ্যে ধনধান্যে স্টেডিয়াম। শঙ্খের আকারে স্টেডিয়াম আলিপুরে তৈরি হচ্ছে। দেউচা পাচামি তে 12 হাজার কোটি টাকার প্রকল্প। আমার লক্ষ্য এখন শিল্প, আগামী দিনে আরো অনেক শিল্প আসছে রাজ্যে।

 

100 দিনের কাজ ও (MSME) তে বাংলা এক নম্বরে। সামাজিক সুরক্ষা স্কিমে বাংলা সারা দেশে প্রথম। বড় কাজের জন্য বড় মানসিকতার প্রয়োজন, কেন্দ্রের কাছে 90 হাজার কোটি টাকা পাওনা। হাঁসখালির ঘটনা খারাপ। হাঁসখালির ঘটনায় ছেলেও মেয়েটির প্রেম ছিল ,মেয়েটি গর্ভবতী ছিল কিনা খতিয়ে দেখা উচিত। শিশু সুরক্ষা কমিশন ঘটনা খতিয়ে দেখবে।বাংলায় অন্যায়ের শাস্তি হয়।দোষীদের গ্রেপ্তারিতে রঙ দেখা হয় না, এটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নয়। আমরা ইস্যুকে সমর্থন করতে পারি , বনধ্ কে নয় । বনধ্ আমি করতে দেব না।👇🏻

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top