বিশ্ব মাদক বিরোধী দিবসে বারাসাত গেঞ্জি মিলে পালিত হল বিশেষ সচেতনা কর্মসূচি

বিশ্ব মাদক বিরোধী দিবসে বারাসাত গেঞ্জি মিলে পালিত হল বিশেষ সচেতনা কর্মসূচি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিশ্ব মাদক বিরোধী দিবসে বারাসাত গেঞ্জি মিলে পালিত হল বিশেষ সচেতনা কর্মসূচি। বিশ্ব মাদক বিরোধী দিবসের দিনে বারাসাত লাইভ ফাউন্ডেশন তরফ থেকে বারাসাত গেঞ্জি মিলে পালিত হল বিশেষ সচেতনা কর্মসূচি রবিবার।যারা নেশায় আশক্ত হয়ে,শারীরিক, মানসিক ভাবে নিজেদের ক্ষতি করছে,যার শেষ পরিনাম মৃত্যু তাদেরকে মুল স্রোতে ফিরিয়ে আনতে বারাসত লাইফ ফাউন্ডেশন দীর্ঘদিন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে,আজকের দিনে দাঁড়িয়ে সকল নেশাগ্রস্ত মানুষের উদ্যেশ্যে বার্তা,

 

সকলে যেন নেশা থেকে নিজেকে দূরে রাখে,যদি নিজেকে নেশামুক্ত করতে অসুবিধা হয়ে তাহলে বারাসত লাইফ ফাউন্ডেশন সবরকম সহায়তা করবে সেইসব মানুষকে যারা সত্যিকারের নেশা থেজে বের হতে চান।বারাসত গেঞ্জি মিলের কাছে এই সচেতনামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে পথ চলতি মানুষের মধ্যে নেশামুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা সংস্থার পক্ষ থেকে আজ বিশ্ব মাদক বিরোধী দিবসের দিনে দাঁড়িয়ে।

আরও পড়ুন – একদিনের উড়িষ্যা সফরে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ

উল্লেখ্য, বিশ্ব মাদক বিরোধী দিবসের দিনে বারাসাত লাইভ ফাউন্ডেশন তরফ থেকে বারাসাত গেঞ্জি মিলে পালিত হল বিশেষ সচেতনা কর্মসূচি রবিবার।যারা নেশায় আশক্ত হয়ে,শারীরিক, মানসিক ভাবে নিজেদের ক্ষতি করছে,যার শেষ পরিনাম মৃত্যু তাদেরকে মুল স্রোতে ফিরিয়ে আনতে বারাসত লাইফ ফাউন্ডেশন দীর্ঘদিন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে,আজকের দিনে দাঁড়িয়ে সকল নেশাগ্রস্ত মানুষের উদ্যেশ্যে বার্তা,

 

সকলে যেন নেশা থেকে নিজেকে দূরে রাখে,যদি নিজেকে নেশামুক্ত করতে অসুবিধা হয়ে তাহলে বারাসত লাইফ ফাউন্ডেশন সবরকম সহায়তা করবে সেইসব মানুষকে যারা সত্যিকারের নেশা থেজে বের হতে চান।বারাসত গেঞ্জি মিলের কাছে এই সচেতনামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে পথ চলতি মানুষের মধ্যে নেশামুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা সংস্থার পক্ষ থেকে আজ বিশ্ব মাদক বিরোধী দিবসের দিনে দাঁড়িয়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top