বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে ২৬শে জুন মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে এক বার্ণাদ্ধ শোভাযাত্রা বের করা হয় বহরমপুর শহরে l “ড্রাগের নেশা সর্বনাশ” “যে কোনো ধরণের নেশা ক্ষতিকারক তাই নেশা নেশা ছাড়ুন ভালো থাকুন” – এই সব পোস্টার সম্বলিত এই শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে l বহরমপুর শহরের সর্বস্তরের মানুষ এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন l মুর্শিদাবাদ পুলিশের এই মহতী উদ্দেশকে কুর্নিশ জানায় বহরমপুরবাসী l