ভাইরাল – সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এক শিউরে ওঠা ভিডিও। দেখা যাচ্ছে, রাস্তার ধারে এক প্রৌঢ় খালি হাতে বিষধর সাপকে মুখে পুরে শূন্যে তুলছেন! মুহূর্তের মধ্যেই এই কাণ্ডে স্তম্ভিত নেটপাড়া। অনেকে বলছেন, “যমরাজের সঙ্গে নিত্য ওঠাবসা এই ব্যক্তির।”
ভিডিওটিতে দেখা যায়, একটি ফণা তোলা বিষধর সাপ রাস্তায় পড়ে রয়েছে। উপস্থিত জনতার মধ্যে থেকে এক প্রৌঢ় সাপটিকে হাতে ধরার চেষ্টা করেন। সাপটি তাঁকে একবার ছোবলও মারে। কিন্তু তাতেও দমে না গিয়ে তিনি সাপটির ফণা নিজের মুখে পুরে নেন এবং মুখে করেই সেটিকে তুলে ধরেন। সাপটি তখনও ছটফট করছে, লেজ দিয়ে ঝাপটা মারছে। পরে প্রৌঢ় সাপটিকে মুখ থেকে নামিয়ে হাতে করে বস্তাবন্দি করেন।
এই ভিডিওটি ইনস্টাগ্রামের ‘dr_creativeup47’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এবং ইতিমধ্যেই লক্ষাধিক ভিউ ও লাইক জমেছে তাতে। নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া— কেউ তাঁকে সাহসী বলে প্রশংসা করছেন, আবার কেউ একে বিপজ্জনক কাণ্ড বলে তীব্র সমালোচনা করছেন।
একজন মন্তব্য করেছেন, “বিষদাঁত উপড়ে না নেওয়া থাকলে এতক্ষণে যমের সঙ্গেই দেখা হতো!” আরেকজনের কথায়, “এই মানুষটা সত্যিই যমরাজের ঘনিষ্ঠ।”




















