Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
In The state of Bihar, 24 people died after consuming Bismad

বিহারে বিষমদ খেয়ে মৃত ২৪ জন

বিহারে বিষমদ খেয়ে মৃত ২৪ জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বিষমদ

বিহারে বিষমদ খেয়ে মৃত ২৪ জন । বিহারের পশ্চিম চম্পারন এবং গোপালগঞ্জে সন্দেহজনক মদ খেয়ে অসুস্থ হয়েছেন প্রচুর মানুষ।গত দু’দিনে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে,   ৪ নভেম্বরের পর মদ খেয়ে মারা গিয়েছেন আটজন ব্যক্তি। ওই আটজনই বেটিয়াহের তেলহুয়া গ্রামের বাসিন্দা। অন্য একটি জেলা গোপালগঞ্জেও বেড়েছে এই ধরনের সন্দেহজনক মৃত্যুর সংখ্যা। সেখানে সবমিলিয়ে মারা গিয়েছেন ১৬ জন। যদিও এই মৃত্যু যে বিষ মদ খেয়েই হয়েছে, তা স্পষ্টভাবে বলেনি দুই জেলার প্রশাসন।

 

গত দশদিনে এই নিয়ে তৃতীয়বার এধরনের মৃত্যু হল উত্তর বিহারে৷ বিহারের  মন্ত্রী জনক রাম ইতিমধ্যেই ছুটে গিয়েছেন গোপালগঞ্জে।  তিনি বলেন, ‘যে ব্যক্তিদের মৃত্যু সন্দেহজনক মদ খেয়ে হয়েছে। তাদের বাড়িতে গিয়েছিলাম আমি। আমাদের সরকারের বদনাম করতে এটি একটি ষড়যন্ত্র হতেই পারে৷’

 

আর ও পড়ুন  রানু মন্ডল এবার গান গাইবেন বাংলাদেশের হিরো আলমের সিনেমায়

 

গোপালগঞ্জের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট আনন্দ কুমার বলেন, ‘ মহম্মদপুর গ্রামেও কিছু ব্যক্তি এই ধরনের সন্দেহজনক উপসর্গ নিয়েই মারা গিয়েছেন। এখনও অটোপসি রিপোর্ট এসে পৌঁছোয়নি। তাই তাদের মৃত্যুর কারণ এখনও স্পষ্টভাবে বলা যাচ্ছে না। সবমিলিয়ে তিনটি দল এর তদন্ত করছে।’

 

স্থানীয় পুলিশ জানায়, কিছু ব্যক্তির অন্তেষ্টিক্রিয়া করে ফেলেছে তাদের পরিবার৷ চিকিৎসারত অবস্থাতেই মারা যায় চারজন। দু’জন আবার মারা যায় হাসপাতালে পৌঁছোনোর পথেই। এই কাণ্ডে চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ৷ ২ ও ৩ তারিখ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে প্রশাসন।

 

উল্লেখ্য, বিহারের পশ্চিম চম্পারন এবং গোপালগঞ্জে সন্দেহজনক মদ খেয়ে অসুস্থ হয়েছেন প্রচুর মানুষ।গত দু’দিনে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে,   ৪ নভেম্বরের পর মদ খেয়ে মারা গিয়েছেন আটজন ব্যক্তি। ওই আটজনই বেটিয়াহের তেলহুয়া গ্রামের বাসিন্দা। অন্য একটি জেলা গোপালগঞ্জেও বেড়েছে এই ধরনের সন্দেহজনক মৃত্যুর সংখ্যা। সেখানে সবমিলিয়ে মারা গিয়েছেন ১৬ জন।

 

যদিও এই মৃত্যু যে বিষ মদ খেয়েই হয়েছে, তা স্পষ্টভাবে বলেনি দুই জেলার প্রশাসন। গত দশদিনে এই নিয়ে তৃতীয়বার এধরনের মৃত্যু হল উত্তর বিহারে৷ বিহারের  মন্ত্রী জনক রাম ইতিমধ্যেই ছুটে গিয়েছেন গোপালগঞ্জে।  তিনি বলেন, ‘যে ব্যক্তিদের মৃত্যু সন্দেহজনক মদ খেয়ে হয়েছে। তাদের বাড়িতে গিয়েছিলাম আমি। আমাদের সরকারের বদনাম করতে এটি একটি ষড়যন্ত্র হতেই পারে৷’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top