ভাইরাল – বিজনৌরে ঘটল অবিশ্বাস্য ঘটনা। বিষাক্ত সাপ হাতে কামড় বসাতেই ‘বাঁচান বাঁচান’ বলে আতঙ্কিত না হয়ে উল্টে সেই সাপটিকেই শক্ত করে ধরে হাসপাতালে ছুটলেন ৩০ বছর বয়সি যুবক গৌরব কুমার। উত্তরপ্রদেশের এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল, চারদিকে চাঞ্চল্য ছড়িয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বাড়ির কাছে কাজ করার সময় হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে আসা একটি সাপ গৌরবের হাতে ছোবল মারে। ভয়ের বদলে আশ্চর্য রকম উপস্থিত বুদ্ধি দেখিয়ে তিনি সাপটিকে মুঠোয় চেপে ধরে প্রায় এক কিলোমিটার হেঁটে পৌঁছে যান নিকটতম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। হাসপাতালে পৌঁছোনোর পর চিকিৎসকেরা প্রথমে সাপটিকে নিরাপদে একটি পাত্রে বন্দি করেন। এরপর গৌরবকে দ্রুত ‘অ্যান্টিভেনম’ দেওয়া হয়। সাপটিকে সঙ্গে রাখায় চিকিৎসকেরা তার প্রজাতি শনাক্ত করে তৎক্ষণাৎ সঠিক চিকিৎসা শুরু করতে সক্ষম হন। বর্তমানে গৌরব নিরাপদ এবং সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে খবর।
এই বিস্ময়কর ঘটনাটির ভিডিয়ো সাংবাদিক প্রিয়া সিংহ তাঁর এক্স হ্যান্ডল থেকে শেয়ার করেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ গৌরবের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ, আবার অনেকে বিস্ময়ে হতবাক। মজার মন্তব্য, লাইক ও কমেন্টের বন্যায় ভেসেছে পোস্টটি।



















