বিসর্জনে যাবার পথে জেনারেটরে চুল জড়িয়ে গুরুতর আহত এক কিশোরী। কালীপুজোর বিসর্জনে যাবার পথে জেনারেটরে চুল জড়ে গিয়ে গুরুতর আহত এক কিশোরী। ঘটনায় মাথার চুল উপড়ে যায় কিশোরীর। আহত কিশোরী তিথি মন্ডল। শুক্রবার গভীররাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের জয়রামপুর এলাকায়। ঘটনার পর যুবতীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমকল মহকুমা সুপার ষ্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা আহত যুবতীকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে।
জানা যায়, শুক্রবার গভীররাতে জয়রামপুর এলাকার একটি মন্দিরের কালিপুজোর বিসর্জন ছিল। সেই মতো বিসর্জন করতে রওনাও দেই কমিটির লোকজন। আহত কিশোরি ছিল একটি জেনারেটর থাকা ইঞ্জিন চালিত ভ্যানের উপর। প্রথমে তার উড়না জড়িয়ে যায় জেনারেটরের ফ্যানে। ঐ উড়না ছাড়াতে গিয়েই চুল ধরে ফেলে জেনারেটরে। চুল জড়ে গিয়েই মাথা থেকে উপড়ে যায় চুল। ঘটনায় রক্তাক্ত হয়ে গুরুতর আহত হয়ে পড়লে তৎখনাত উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়ছিল ডোমকল সুপার ষ্পেশালিটি হাসাতালে। আপাতত আহত যুবতি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন – ছট পুজোর প্রাক মুহুর্তে শিলিগুড়িতে হদিস পাওয়া গেল সূর্যদেবের মন্দিরের
উল্লেখ্য, কালীপুজোর বিসর্জনে যাবার পথে জেনারেটরে চুল জড়ে গিয়ে গুরুতর আহত এক কিশোরী। ঘটনায় মাথার চুল উপড়ে যায় কিশোরীর। আহত কিশোরী তিথি মন্ডল। শুক্রবার গভীররাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের জয়রামপুর এলাকায়। ঘটনার পর যুবতীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমকল মহকুমা সুপার ষ্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা আহত যুবতীকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে।
জানা যায়, শুক্রবার গভীররাতে জয়রামপুর এলাকার একটি মন্দিরের কালিপুজোর বিসর্জন ছিল। সেই মতো বিসর্জন করতে রওনাও দেই কমিটির লোকজন। আহত কিশোরি ছিল একটি জেনারেটর থাকা ইঞ্জিন চালিত ভ্যানের উপর। প্রথমে তার উড়না জড়িয়ে যায় জেনারেটরের ফ্যানে। ঐ উড়না ছাড়াতে গিয়েই চুল ধরে ফেলে জেনারেটরে। চুল জড়ে গিয়েই মাথা থেকে উপড়ে যায় চুল। ঘটনায় রক্তাক্ত হয়ে গুরুতর আহত হয়ে পড়লে তৎখনাত উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়ছিল ডোমকল সুপার ষ্পেশালিটি হাসাতালে। আপাতত আহত যুবতি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।