সিবিআই,ইডি,তল্লাশি নিয়ে বিস্ফোরক সেচমন্ত্রী পার্থ ভৌমিক। বাংলা তথা ভারতবর্ষজুড়ে রাজনৈতিক সন্ত্রাস’ চালানো হচ্ছে। ইডি,সিবিআই অভিযান নিয়ে এমনই মন্তব্য করলেন মন্ত্রী পার্থ ভৌমিক।
সারা রাজ্য জুড়ে সিবিআই বিডি অভিযান চালাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক দের বাড়ি পর্যন্ত যাচ্ছেন তখন এই দুই কেন্দ্রীয় সংস্থা কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মন্ত্রী পার্থ ভৌমিক রবিবার দিন বিজপুর এর বিধায়ক সুবোধ অধিকারী কে সঙ্গে নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের সকলকে জেলে ঢুকিয়ে দিলেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একা বাইরে থাকেন তাহলেও বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবেন। বিজপুর এর বিধায়ক এর বাড়িতে এসে কিন্তু কিছু পাইনি।
আরও পড়ুন – ব্রিটিশরা যখন পয়সা গুনছে, তখন ইউক্রেনীয়রা লাশ গুনছে, ইউক্রেনের ফার্স্ট লেডি
আসলে মেলাইন করার চেষ্টা হচ্ছে। এতে সিবিআইয়ের কোন দোষ নেই ।তাদের কাজ তাদের করতে হয়। সিবিআই এর উপর একসময় মানুষের সম্পূর্ণ আস্থা বিশ্বাস ছিল । বিজেপি রাজনৈতিকভাবে ব্যবহার করে এদের সম্মানহানি করছে। এটা সমগ্র ভারতবর্ষজুড়ে চলছে এ ধরনের সন্ত্রাস বলে তিনি মন্তব্য করেন। ঘটনা প্রসঙ্গে সোমবার দিনও ইডি, সিবিআই যৌথভাবে সোদপুরে অভিযান চালিয়েছে।
এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রসন্ন কুমারকে ইডি আটক করে দ্বিতীয় মিডল ম্যান এর সন্ধান পায়। এদিন ইডি আধিকারিকরা সোদপুরের রাজেন্দ্র পল্লীতে সুব্রত মালাকারের বাড়িতে গিয়ে তল্লাশি তল্লাশি অভিযান চালিয়ে বাড়ি থেকে প্রচুর নথি উদ্ধার করে সুব্রত মালাকার কে সঙ্গে নিয়ে বেলঘড়িয়া 32 নম্বর এ,এ,পাই রোড রথ তলা সংলগ্ন রায়চৌধুরী অ্যাপার্টমেন্টের নিচে সুব্রত মালাকারের অফিসে তল্লাশি চালিয়ে বহু নথিপত্র উদ্ধার করে সুব্রত মালাকার কে আটক করে সিজিও কম্প্লেক্সে নিয়ে চলে যায়। বিস্ফোরক সেচমন্ত্রী