নিজস্ব সংবাদদাতা,বীরভূম ,৬ই জুলাই :বিস্ফোরণের ঘটনায় সাসপেন্ড মল্লারপুর থানার ওসি, বিভাগীয় তদন্ত শুরু চার সিভিকের উপর।
গত রবিবার রাত্রি ১টা ৪৫ নাগাদ বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত মেঘদূত ক্লাব এবং পার্শ্ববর্তী এলাকা কেঁপে ওঠে তীব্র বিস্ফোরণে। স্থানীয় বাসিন্দারা হতচকিত হয়ে বাড়ি থেকে বের হলেই তাদের চক্ষু চড়কগাছ। তীব্র বিস্ফোরণে ভেঙে পড়েছে মেঘদূত ক্লাবের কংক্রিটের একটি দেওয়ালের সম্পূর্ণ অংশ। স্থানীয়রা কেউ কিছু বুঝে উঠতে পারছিলেন না কিভাবে হল এই বিস্ফোরণ!
তারপর সেই রাতেই বিস্ফোরণস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ। শুরু হয় বিস্ফোরণের ঘটনায় একের পর এক তদন্ত। কিভাবে এত ভয়ানক বিস্ফোরণ ঘটল তা উদ্ধার করতে সকাল থেকেই নামে সিআইডি বোম স্কোয়াড ও অন্যান্য তদন্তকারী দল। পরে আবার ওই বিস্ফোরণস্থলে পৌঁছায় ফরেনসিক দল, বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়।
পরদিন অর্থাৎ সোমবার ঘটনাস্থলে পৌঁছান বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং। তারপরই প্রথম দফায় মল্লারপুর থানার ওসি টুবাই ভৌমিককে স্থানান্তরিত করা হয় রামপুরহাট থানায়। পরের দিন আবার বিস্ফোরণস্থলে পৌঁছান রামপুরহাট থানার এসডিপিও। তিনিও বিস্ফোরণস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যান। এইভাবেই একের পর এক তদন্তের পর অবশেষে মল্লারপুর থানার ওসি টুবাই ভৌমিককে সাসপেন্ড করা হয়। এছাড়াও চার সিভিক ভলেন্টিয়ারের উপর বিভাগীয় তদন্ত শুরু করেছে বীরভূম পুলিশ। মল্লারপুর থানার ওসিকে সাসপেন্ড এবং চার সিভিক ভলেন্টিয়ারের উপর বিভাগীয় তদন্ত শুরু করার বিষয়ে বীরভূম পুলিশ সুপার শ্যাম সং সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মল্লারপুর থানার ওসি টুবাই ভৌমিক এবং চার সিভিক ভলেন্টিয়ারের তদন্তে গাফিলতি খুঁজে পেয়ে বীরভূম পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে।