নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৭ জানুয়ারি, নৈহাটিতে বাজি ডিসপোজাল করার সময় বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ ৬৫ টি পরিবারকে রাজ্য সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরন দেওয়া হল।সর্বোচ্চ ৩৫ হাজার টাকা ও ক্ষতির পরিমান অনুমান করে ড্রাফট বিলি করা হল।
ক্ষতিগ্রস্তদের জন্য সরকারী কোষাগার থেকে আজ ১২ লক্ষ টাকার মত ব্যয় করা হল। এদিনের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,জেলাশাসক চৈতালী চক্রবর্তী, মহকুমাশাসক আবুল কালাম আজাদ আনসারি,পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা,অতিরিক্ত পুলিশ কমিশনার অজয় ঠাকুর,বিধায়ক পার্থ ভোমিক,পুরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি।