নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৪ ফেব্রুয়ারি, বোমা বিস্ফোরণে উড়ে গেল হাত, জখম তৃণমূল নেতা। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটায় ওই তৃণমূল নেতার হাত উড়েছে। বিজেপির সভা বানচাল করার জন্যই বোমা বাঁধা হচ্ছিল।
ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল বেলায় পাঁড়ুইয়ের লেবড়া গ্রামে। বোমায় আহত তৃণমূল নেতা হলেন বাপি শেখ। তিনি ওই এলাকার বুথ সভাপতি বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের আরও তিন থেকে চারজন জখম হয়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুপুরবেলায় একটি ফাঁকা মাঠ থেকে বিস্ফোরণের শব্দ আসে। তারপর জানতে পারা যায় বোমা বিস্ফোরণ হয়েছে। ঘটনায় আহত এলাকার তৃণমূল সভাপতি বাপি শেখ সহ আরও ৩-৪ জন। তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা সম্পর্কে তারা কিছু জানাতে পারেন নি।
অন্যদিকে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটির সম্পাদক শেখ সামাদের অভিযোগ, “বিজেপিকে আটকানোর জন্য বোম, বারুদ নিয়ে তৃণমূল আক্রমণ করছে। আগামী ৪ তারিখের অভিনন্দন যাত্রা আটকানোর জন্য বোম বাঁধার কাজ চালাচ্ছিল ওই তৃণমূল নেতা বাপি শেখ। আর সে সময় বিস্ফোরণ হলে হাত উড়ে যায়।” ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পাঁড়ুই থানার পুলিশ।