কালিয়াচক বিস্ফোরণ কান্ডে রাজ্যের মুখ্যসচিব ও এডিজিকে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তলব। ২৪ শে এপ্রিল মালদহের কালিয়াচকে এক বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিল ৫ জন শিশু। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, সেদিন দুপুরে গোলাপগঞ্জ এলাকায় বাড়ির কাছেই একটি মাঠে খেলা করছিল তারা।মাঠের পাশে ছিল বোমা মজুত করা।কিন্তু বিষয়টি না পেরে শিশুরা বল ভেবে ওই বোমাগুলি নিয়ে যখন খেলতে যায় ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা পৌঁছন।তারাই,গুরুতর আহত অবস্থায় ৫জন শিশুকে হাসপাতালে ভর্তি করেন।
এরপরই, কালিয়াচক বিস্ফোরণকাণ্ডে জাতীয় শিশু সুরক্ষা কমিশনে (NCPCR) অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। এ বিষয়ে তার বক্তব্য ছিল, ‘রাজ্য প্রশাসনের উপর কোনও আস্থা নেই। ছোট ছোট বাচ্চারা আহত হয়েছে। পরিবারের লোকেরা আতঙ্কে ভুগছেন। তাঁদের কাউন্সেলিং করা, আর্থিক সাহায্য দেওয়া প্রয়োজন। রাজ্যের তরফে কোনও পদক্ষেপই করা হয়নি’। এবার সেই বিষয়েই মুখ্যসচিব ও এডিজি-কে তলব করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন (NCPCR)!
আর এরপরেই, টুইট করে কমিশনকে ধন্যবাদ জানালেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।
সূত্রের খবরে জানা গিয়েছে,এই ঘটনায় NIA তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী আইনজীবী অরিজিৎ মজুমদার। চলতি মাসের গোড়ায় মামলাটি শুনানি হয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। রাজ্যকে ৫ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, কালিয়াচক বিস্ফোরণ কান্ডে রাজ্যের মুখ্যসচিব ও এডিজিকে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তলব। ২৪ শে এপ্রিল মালদহের কালিয়াচকে এক বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিল ৫ জন শিশু। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, সেদিন দুপুরে গোলাপগঞ্জ এলাকায় বাড়ির কাছেই একটি মাঠে খেলা করছিল তারা।মাঠের পাশে ছিল বোমা মজুত করা।কিন্তু বিষয়টি না পেরে শিশুরা বল ভেবে ওই বোমাগুলি নিয়ে যখন খেলতে যায় ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা পৌঁছন।তারাই,গুরুতর আহত অবস্থায় ৫জন শিশুকে হাসপাতালে ভর্তি করেন।