বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকির চিঠি ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানে। আসানসোল সিবিআই আদালতের বিচারককে হুমকির ঘটনার পর এবার বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্যসভার সাংসদ সুশীল মোদীকে প্রাণনাশের হুমকি চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানে। চিঠির প্রেরক হিসাবে নাম রয়েছে বর্ধমানের রায়না গ্রামের বাসিন্দা তথা বর্ধমান আদালতের ল-ক্লার্ক চম্পা সোম ওরফে সোমার। তাঁর ফোন নম্বরও দেওয়া হয়েছে চিঠিতে।
ইংরাজীতে লেখা ওই চিঠিতে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীকে হুমকি দিয়ে বলা হয়েছে, ৩১ আগষ্টের মধ্যে তাঁকে খুন করা হবে। চিঠিটি পাঠানো হয় ১৬ আগষ্ট স্পীড পোষ্টের মাধ্যমে। মঙ্গলবারই এই বিষয়টি নিয়ে ট্যুইটার সহ সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রেখেছেন সুশীল মোদী। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বিহার পুলিশ। সেখান থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়। আর তারপরই মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে পুলিশী তদন্ত।
বুধবার সকালে চম্পা সোম জানান, তিনি দীর্ঘ কয়েকবছর ধরে বর্ধমান আদালতে ল-ক্লার্ক হিসাবে কাজ করছেন। তিনি ইংরাজী লিখতে পারেন না। তিনি সুশীল মোদিকে চেনেনও না, জানেনও না। স্বাভাবিকভাবেই তাঁকে চিঠি পাঠানোর কোনো প্রশ্নই নেই তাঁর। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁকে ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে বলে দাবী করেছেন তিনি। তিনি জানিয়েছেন, পাটনা পুলিশের তরফে তাঁকে ফোন করে বলা হয়েছে, ওই হুমকি চিঠিতে তাঁর নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর রয়েছে।
তাঁর যে ঠিকানা এবং মোবাইল নম্বর পাটনা পুলিশ বলেছে, তা নির্ভুল। তাঁর আশঙ্কা, তাঁকে ফাঁসানোর জন্য এই কাজ করেছেন পরিচিত কেউ। চম্পা সোম জানিয়েছেন, ওই হুমকি চিঠি পাঠানোর পিছনে রয়েছেন বর্ধমান কোর্টের আইনজীবী সুদীপ্ত রায়। তাঁর দাবী, সম্প্রতি সুদীপ্ত রায়ের নামে তিনি সহ একাধিক ল-ক্লার্কের পক্ষ থেকে জেলা প্রশাসনের আধিকারিক সহ বর্ধমান বার এ্যাসোসিয়েশনের কাছেও লিখিত অভিযোগ জানানো হয়।
আরও পড়ুন – পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কৃষক আত্মহত্যার ঘটনা ধামা চাপা দিচ্ছে, অভিযোগ বিজেপি নেতা অমিত মালব্যের
তার জেরেই তাঁর নাম করে ওই হুমকি চিঠি পাঠানো হয়ে থাকতে পারে বলে তাঁর সন্দেহ। তাঁর নাম করে এই হুমকি চিঠি পাঠানোর ঘটনায় তিনি সত্যিই আতংকের মধ্যে রয়েছেন। বিহার সহ একাধিক জায়গা থেকে প্রতি মূহূর্তে তাঁর কাছে ফোন আসছে। তাঁকে ফোনে খিস্তি খেউড়ও করা হচ্ছে বলে জানিয়েছেন চম্পা সোম।
উল্লেখ্য, সম্প্রতি সুদীপ্ত রায় আসানসোলের সিবিআই কোর্টের বিচারপতি রাজেশ চক্রবর্তীকে হুমকির চিঠির দায়ে জেলে রয়েছেন। চম্পাদেবী জানিয়েছেন, জেল যাওয়ার আগেই সুদীপ্ত রায় ওই চিঠি তাঁর নাম করে পাঠিয়ে দিয়ে থাকতে পারে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ ল-ক্লার্ক এ্যাসোসিয়েশনের বর্ধমান ইউনিটের সভাপতি বিপদতারণ আইচ জানিয়েছেন, চম্পা সোমের বিরুদ্ধে এর আগে কখনও এই ধরণের অভিযোগ ওঠেনি। যদি তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাঁর বিরুদ্ধে সংগঠনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।