বিহারে কংগ্রেসের ‘স্যানিটারি প্যাড’ বিতরণে রাহুল গান্ধীর ছবি, বিতর্কে তোলপাড় রাজনীতি

বিহারে কংগ্রেসের ‘স্যানিটারি প্যাড’ বিতরণে রাহুল গান্ধীর ছবি, বিতর্কে তোলপাড় রাজনীতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিহার – বিহার বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের ‘স্বাস্থ্যও, সম্মানও’ প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। এই কর্মসূচির আওতায় রাজ্যজুড়ে পাঁচ লক্ষ স্যানিটারি প্যাড বিনামূল্যে বিতরণ শুরু করেছে কংগ্রেস। তবে বিতরণের সময় সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য—স্যানিটারি প্যাডের প্যাকেটেই নয়, ভেতরের স্তরেও ছাপা হয়েছে রাহুল গান্ধীর ছবি। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে যেমন সমালোচনার ঝড় উঠেছে, তেমনি বিভিন্ন সামাজিক সংগঠনও ক্ষোভ প্রকাশ করেছে।

ঘটনার পর প্যাডে রাহুল গান্ধীর ছবি সম্বলিত ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যদিও এই চিত্র ও ভিডিওর সত্যতা নিয়ে নানা প্রশ্ন উঠছে, কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত নিজে এই বিতরণ অভিযানের পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তাঁর মতে, এটি একটি সচেতনতামূলক প্রচার এবং স্বাস্থ্যবিষয়ক বার্তা পৌঁছে দেওয়ার একটি অভিনব উদ্যোগ। অনেক কংগ্রেস সমর্থক এই উদ্যোগকে ‘সৃজনশীল বিপণন’ বলে ব্যাখ্যা করলেও, বিরোধী দল এবং একাধিক মহিলা সংগঠন একে নারীর মর্যাদার পরিপন্থী ও অশালীন বলে কড়া ভাষায় সমালোচনা করেছে।

বিরোধীদের বক্তব্য, এমন সংবেদনশীল বিষয়ে রাজনীতিকের ছবি ব্যবহার সম্পূর্ণ অনুচিত এবং নারীদের প্রতি অসম্মানসূচক। এই ঘটনার জেরে নির্বাচনের আগেই কংগ্রেসকে অস্বস্তিতে পড়তে হয়েছে। বিতর্কের মধ্যে কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হবে কি না, সে নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top