বিহার – সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের পর নির্বাচন কমিশনের নির্দেশে বিহারের প্রতিটি বুথ ও সরকারি দফতরে ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যের মোট ৯০,৭১২টি বুথে এই তালিকা টাঙানো হয়েছে। পাশাপাশি ব্লক, পঞ্চায়েত এবং নগর নিগম দফতরেও এই তালিকা দেখা যাচ্ছে। বাদ পড়া তালিকায় অনুপস্থিত, মৃত, স্থায়ীভাবে স্থানান্তরিত কিংবা ডবল এন্ট্রি থাকা ভোটারদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
ড্রাফট ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা নিজেদের এপিক নম্বর দিয়ে বাদ পড়ার কারণ জানতে পারবেন। রাজ্যের সিইও বিনোদ সিং গুঞ্জিয়াল জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে যেসব ভোটারের দাবি বা আপত্তি থাকবে, তা নথিভুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদনকারীদের আধার কার্ডের একটি প্রতিলিপি জমা দিতে হবে। সুপ্রিম কোর্ট আধার কার্ড গ্রহণের নির্দেশ দিয়েছে। তবে নিয়ম অনুযায়ী, ইলেকট্রিক রেজিস্ট্রেশন অফিসার কাগজপত্র যাচাই করার অন্তত সাত দিন পর দাবি ও আপত্তির নিষ্পত্তি করবেন।
এই প্রক্রিয়ার মাধ্যমে কমিশন ভোটার তালিকাকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে চাইছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি বুথে বাদপড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ায় মানুষের মধ্যে আস্থা বাড়বে এবং ভবিষ্যতে অযাচিত নাম অন্তর্ভুক্তি বা বৈষম্যের অভিযোগ কমতে পারে।
