বিহার – বিহারে ভোটের আগে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি জানিয়েছেন, রাজ্যের গরিব হোক বা ধনী—সব ধরনের গ্রাহককে প্রতি মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। চলতি বছরের নভেম্বর মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। ভোটের আগে এই ঘোষণা নিঃসন্দেহে রাজনীতির কৌশল হিসেবে দেখা হচ্ছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন বিদ্যুৎ সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় ১ কোটি ৬৭ লাখ পরিবার। পাশাপাশি তিনি শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপের কথাও জানান। রাজ্যে বর্তমানে প্রায় ৮৭ হাজার ৭৭৪টি শিক্ষক পদের ঘাটতি রয়েছে। সেই শূন্যপদ পূরণের পাশাপাশি মুখ্যমন্ত্রী ভবিষ্যতের কথা ভেবে প্রায় পৌনে তিন লাখ পদ পূরণের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কয়েক হাজার শিক্ষক নিয়োগ করেছে নীতীশ সরকার।
গত সপ্তাহেই মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৫ শতাংশ সংরক্ষণ চালু করার সিদ্ধান্ত নেয় সরকার। রাজনৈতিক মহলের মতে, এনডিএ-র শরিক বিজেপির পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে মহিলা ভোটারদের সমর্থন আদায় করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উদ্যোগের প্রশংসা করেছেন।
তবে এনডিএ জোটের অন্দরেও এই সিদ্ধান্তগুলোর বাস্তব ফল নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। দলের নেতাদের একাংশ মনে করছেন, সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ এতটাই বেশি যে এই শেষ মুহূর্তে ‘তোফা’ ঘোষণা করে বিশেষ লাভ হবে না। বরং বিদ্যুৎ বা শিক্ষক নিয়োগের মতো সিদ্ধান্ত অনেক আগেই কার্যকর করা উচিত ছিল।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর দায়িত্বে থেকেও ভোটের মুখে এমন প্রতিশ্রুতি ঘোষণাই প্রমাণ করে যে সরকার তার কাজ যথাসময়ে করেনি। তাই নীতীশ কুমারের এই ঘোষণা অনেকের কাছেই ‘ব্যর্থতার স্বীকারোক্তি’ বলে মনে হচ্ছে।
