বিহারে সাইবার অপরাধী চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩০ লক্ষাধিক টাকা, অস্ত্র ও জাল কাগজ

বিহারে সাইবার অপরাধী চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩০ লক্ষাধিক টাকা, অস্ত্র ও জাল কাগজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিহার: পূর্ব চম্পারণ জেলা পুলিশের লাগাতার অভিযানে ধরা পড়ল একটি সুসংগঠিত সাইবার প্রতারক চক্রের পাঁচ সদস্য। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে ২৯.২৯ লক্ষ ভারতীয় টাকা, ৯৯,৫০০ নেপালি টাকা, অস্ত্র, বিপুল পরিমাণ নথি ও জাল কাগজ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল সুমিত সৌরভ (২৬), সঞ্জীব কুমার (২৪), পাপ্পু কুমার (২৪), সুনীল কুমার ও শ্রীবাস্তব (৪৯)। চক্রটি ‘বস’ নামে পরিচিত ছিল এবং মোতিহারি শহরের চাঁদমারির একটি স্কুল থেকে পরিচালিত হচ্ছিল।

অভিযানে উদ্ধার হয়েছে:

২৪টি মোবাইল ফোন

৭টি ল্যাপটপ

২টি দেশি রিভলভার ও ১৩টি কার্তুজ

৩টি টাকা গোনার মেশিন

১৬টি পাসবুক, ৪৯টি এটিএম কার্ড, ৩৭টি চেক বই

এসবিআই ঢাকা শাখার একটি জাল সিল

২টি চারচাকা গাড়ি ও একটি মোটরসাইকেল


পুলিশ সুপার স্বর্ণ প্রভাত জানান, অভিযুক্তদের মাধ্যমে বিভিন্ন রাজ্যের কালো টাকা কমিশনের লোভে স্থানীয় যুবকদের অ্যাকাউন্টে পাঠানো হতো। সেই টাকা তুলে তা ইউএসডিটি বা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হতো।

এছাড়া, পুলিশ জানায়, অভিযুক্তরা ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করত। অভিযানের জন্য গঠিত বিশেষ দলকে পুরস্কার হিসেবে ₹২৫,০০০ দেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top