বিহার দেশের প্রথম রাজ্য, যেখানে প্রতিটি বুথে ভোটার সংখ্যা ১,২০০-র নিচে; হালনাগাদ তালিকায় মিলল লাখ লাখ ‘নিখোঁজ’ ভোটার

বিহার দেশের প্রথম রাজ্য, যেখানে প্রতিটি বুথে ভোটার সংখ্যা ১,২০০-র নিচে; হালনাগাদ তালিকায় মিলল লাখ লাখ ‘নিখোঁজ’ ভোটার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিহার – নির্বাচন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, বিহারই দেশের প্রথম রাজ্য, যেখানে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা ১,২০০-র নিচে নামিয়ে আনা হয়েছে। এর ফলে রাজ্যে নতুনভাবে যুক্ত হয়েছে ১২,৮১৭টি অতিরিক্ত ভোটকেন্দ্র। মোট ভোটকেন্দ্রের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৯০,৭১২, যা আগে ছিল ৭৭,৮৯৫।

তবে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ করতে গিয়ে এক আশঙ্কাজনক চিত্র সামনে এসেছে। জানা গেছে, প্রায় ৪৩.৯৩ লক্ষ ভোটারকে তাদের দেওয়া ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি, আর ২৯.৬২ লক্ষ ভোটারের ফর্ম এখনও জমা পড়েনি।

এই পরিস্থিতিতে কমিশন সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে এই তালিকা ভাগ করে নিয়েছে এবং অনুরোধ জানিয়েছে— তাদের বুথ-স্তরের এজেন্টরা যেন সংশ্লিষ্ট ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন ও তথ্য যাচাইয়ে সহায়তা করেন।

কমিশন আরও জানিয়েছে, আগামী ১ আগস্ট ২০২৫ থেকে সাধারণ মানুষ খসড়া ভোটার তালিকায় সংযোজন, বিয়োজন অথবা সংশোধনের জন্য আপত্তি জানাতে পারবেন। কমিশনের লক্ষ্য, একজন যোগ্য ভোটারও যাতে তালিকা থেকে বাদ না পড়েন।

এই বৃহৎ প্রক্রিয়াকে সফল করতে নির্বাচন কমিশন এবার রাজনৈতিক দলগুলোকেও সক্রিয়ভাবে যুক্ত করেছে। কমিশনের মতে, গণতন্ত্রে ভোটাধিকার সুরক্ষিত রাখতে এই যৌথ উদ্যোগ অত্যন্ত জরুরি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top