বিহার নির্বাচনের আগে লালুপুত্র তেজপ্রতাপের নিরাপত্তা বাড়াল কেন্দ্র, মিলল Y+ ক্যাটাগরির সুরক্ষা

বিহার নির্বাচনের আগে লালুপুত্র তেজপ্রতাপের নিরাপত্তা বাড়াল কেন্দ্র, মিলল Y+ ক্যাটাগরির সুরক্ষা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিহার – দল ও পরিবার— দুই মহল থেকেই বহিষ্কৃত হওয়ার পর নয়া দল গঠন করে ফের রাজনীতির ময়দানে পা রেখেছেন লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। সদ্য গঠিত ‘জনশক্তি জনতা দল’-এর প্রধান হিসেবে বিহারের মহুয়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। ভোটের মরশুমেই এবার তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের তরফে তেজপ্রতাপকে দেওয়া হয়েছে ওয়াই প্লাস (Y+) ক্যাটাগরির নিরাপত্তা।

বিহারের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে প্রাণহানির আশঙ্কা করে সম্প্রতি কেন্দ্রের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলেন তেজপ্রতাপ। সেই আবেদন খতিয়ে দেখে গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলি একটি বিস্তারিত রিপোর্ট জমা দেয় স্বরাষ্ট্রমন্ত্রকে। সেই রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে কেন্দ্রীয় সূত্রে খবর। জানা গিয়েছে, ওয়াই প্লাস নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআরপিএফ। মোট ১১ জন কমান্ডো থাকবেন তেজপ্রতাপের সুরক্ষায়, যার মধ্যে ৫ জন সর্বক্ষণ তাঁর সফর ও জনসভায় সঙ্গে থাকবেন, আর বাকি ৬ জন তিনটি শিফটে পালা করে নিরাপত্তার দায়িত্ব সামলাবেন।

বিহার নির্বাচনের আগেই নতুন দল গঠন করে ২৪৩টি আসনের মধ্যে ৪৪টিতে প্রার্থী দিয়েছেন তেজপ্রতাপ। নিজের আসন মহুয়া কেন্দ্র থেকে জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তেজপ্রতাপ বলেন, “আমি মহুয়ার মানুষের জন্য অনেক কাজ করেছি। তাই আমি নিশ্চিত, মানুষ আমাকে আশীর্বাদ করবেন।”

অন্যদিকে, বিজেপির কয়েকজন নেতা প্রকাশ্যে তেজপ্রতাপের প্রশংসা করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। বিরোধীরা বলছেন, গেরুয়া শিবিরই নেপথ্যে থেকে তেজপ্রতাপকে ব্যবহার করতে চাইছে ‘বি টিম’ হিসেবে। ভোটের আগে তাঁর নিরাপত্তা বৃদ্ধি সেই রাজনৈতিক সমীকরণেরই অংশ বলে দাবি করছে বিরোধীরা। তবে তেজপ্রতাপের দাবি, “ভালো কাজের প্রশংসা করা উচিত, খারাপ রাজনীতির সমালোচনা হওয়া উচিত। আমরা ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করি, আর জনগণ তা-ই সমর্থন করবে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top