বিহার ভোটের আগে বিস্ফোরক তেজস্বী যাদব, ওয়াকফ আইন ‘ডাস্টবিনে’ ছোড়ার হুঁশিয়ারি — নীতীশ ও বিজেপিকে কটাক্ষ

বিহার ভোটের আগে বিস্ফোরক তেজস্বী যাদব, ওয়াকফ আইন ‘ডাস্টবিনে’ ছোড়ার হুঁশিয়ারি — নীতীশ ও বিজেপিকে কটাক্ষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিহার – বিহারে ভোটের আর কয়েকদিন বাকি। প্রচারের শেষ ধাপে আরজেডি নেতা ও বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব রীতিমতো চরম আক্রমণ শানালেন শাসক দলকে। রবিবার একাধিক সভায় তিনি ঘোষণা করলেন,“যদি বিহারের মানুষ ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনে, তাহলে ওয়াকফ সংশোধনী আইন ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হবে।”
তেজস্বী এদিন প্রচারে যান কাটিহার, কিষাণগঞ্জ ও আরারিয়া—এই মুসলিম অধ্যুষিত তিন জেলায়। সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আমার বাবা লালু প্রসাদ যাদব কখনও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপস করেননি। কিন্তু মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সবসময় এদের পাশে থেকেছেন। তাঁর জন্যই আরএসএস ও বিজেপি দেশে ঘৃণা ছড়াচ্ছে। বিজেপির নাম হওয়া উচিত ‘ভারত জ্বালাও পার্টি’। আমরা ক্ষমতায় এলে ওয়াকফ আইন ছিঁড়ে ফেলব।”
আরজেডির আরেক নেতা মহম্মদ কারি সোয়েবও তেজস্বীর সুরে সুর মিলিয়ে বলেন, “তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হলে ওয়াকফ আইন-সহ সমস্ত অন্যায় বিল ছিঁড়ে ফেলা হবে।”

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে সংসদের দুই কক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়ে আইনে পরিণত হয়। বিজেপি ও এনডিএ দাবি করেছিল, এই আইন মুসলিম সম্প্রদায়ের মধ্যে স্বচ্ছতা ও মহিলাদের ক্ষমতায়নের সুযোগ বাড়াবে। তবে বিরোধীদের অভিযোগ, এই আইন মুসলিমদের ধর্মীয় সম্পত্তির ওপর সরকারের হস্তক্ষেপের রাস্তা খুলে দিচ্ছে।
এদিন তেজস্বী শুধু বিজেপি নয়, জেডিইউ ও প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টিকেও একহাত নেন। নাম না করে বলেন, “কিছু লোক ভোট ভাগ করার জন্য জোর করে প্রার্থী দিচ্ছে। মানুষ ওদের গুরুত্ব দেবে না।”
নীতীশ কুমারকে আক্রমণ করে লালুপুত্রের কটাক্ষ,
“নীতীশ কুমার স্থির জল হয়ে গিয়েছেন, যা আর প্রবাহিত হয় না। এখন তিনি ডুবছেন। ২০ বছর ধরে রাজ্যে দুর্নীতি চলছে, আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। এবার এনডিএ সরকারকে ছুড়ে ফেলার সময় এসেছে।”
তেজস্বী আরও দাবি করেন, “নীতীশ কুমার ও নরেন্দ্র মোদী এত বছর ধরে ক্ষমতায় থেকেও বিহারকে দারিদ্র্যের হাত থেকে তুলতে পারেননি। আমরা বলেছিলাম প্রবীণ নাগরিকদের পেনশন বাড়াব, তখনই সরকার তা ৪০০ টাকা থেকে ১০০০ করেছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এবার পেনশন হবে ২০০০ টাকা।”
বিহার ভোটের আগে তেজস্বীর এই মন্তব্যে রাজনৈতিক তাপমাত্রা চরমে, বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে তাঁর এই অবস্থান বিরোধী ভোট একত্রিত করার কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top