বিহার ভোটে এনডিএ ঝড়, বিজয়ের আনন্দে উল্লাসে মেতে হাওড়া বিজেপি কর্মী-সমর্থকেরা

বিহার ভোটে এনডিএ ঝড়, বিজয়ের আনন্দে উল্লাসে মেতে হাওড়া বিজেপি কর্মী-সমর্থকেরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিহার – বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে এনডিএ-র বিপুল ব্যবধানে এগিয়ে থাকার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বিজেপি কর্মী ও সমর্থকেরা। বিহারে এনডিএ-র এই জয় বিজেপির রাজ্য সংগঠনের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁদের দাবি, এই ফলাফল আগামী বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ২০২৬ সালে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা পাবে।

বিহারের ফলাফল ঘোষণা হতেই হাওড়ার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকরা বিজয় মিছিল বের করেন। ঢাক-ঢোলের তালে উল্লাসে মেতে উঠে তাঁরা এলাকার সাধারণ মানুষদের মুখ মিষ্টি করান। এনডিএ-র জয়ে বিজেপির স্থানীয় কর্মীদের মধ্যে যে আত্মবিশ্বাস ও উৎসাহ তৈরি হয়েছে, তা স্পষ্টভাবে পরিষ্কার হয়ে উঠেছে তাঁদের উদযাপনে।

হাওড়ার বিজেপি নেতৃত্ব জানিয়েছে, বিহারের এই ফলাফল তাঁদের সংগঠনে নতুন জোয়ার আনবে এবং আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে লড়াই আরও শক্তিশালী করবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top