৫২ লাখের ঘোড়া ও ৯ লাখের বিড়াল উপহার নিয়ে বিপাকে জ্যাকুলিন। মুম্বাই বিমানবন্দর দিয়ে দুবাই ভ্রমণের সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বি-টাউন বিউটি জ্যাকুলিন ফার্নান্দেজ। দুইশ কোটি টাকা প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগে গতকাল তাঁকে মুম্বাই বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় বলে সূত্রের খবর। প্রতারণায় অভিযুক্ত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেমের সম্পর্ক শুরুর পর থেকেই সুকেশ জ্যাকুলিনকে দামি উপহার পাঠানো শুরু করেন।
অভিযোগপত্রে উল্লেখ আছে—বলিউড অভিনেত্রীকে ১০ কোটি টাকা মূল্যমানের উপহার দেন সুকেশ, যার মধ্যে ৫২ লাখ টাকার ঘোড়া এবং ৯ লাখ টাকার পার্সিয়ান বিড়াল রয়েছে। জ্যাকুলিনের সঙ্গে সুকেশ চন্দ্রশেখরের আর্থিক লেনদেনের তথ্য খুঁজে পেয়েছে তদন্তকারী সংস্থা ইডি। বলিউড ভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন এ অভিনেত্রী।
তাঁর এমন সময়ে মেন্টর সালমান খান ও বন্ধুদের পাশে পাচ্ছেন না জ্যাকুলিন। ইডির অভিযোগপত্রে জ্যাকুলিন ফার্নান্দেজ ছাড়াও সুকেশের কাছ থেকে নোরা ফাতেহির দামি গাড়ি উপহার নেওয়ার তথ্যও উল্লেখ আছে। এক ওষুধ কোম্পানির সাবেক কর্ণধার মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন সুকেশ এবং তাঁর স্ত্রী লিনা পল। এ মামলায় গ্রেপ্তার হন এ দম্পতি। জ্যাকুলিন ফার্নান্দেজ।
আর ও পড়ুন করোনাকালে বিধ্বস্ত বিশ্বব্যাপী অর্থনীতি, তবুও রমরমা অস্ত্রের বাজার
উল্লেখ্য, সময়টা ভাল যাচ্ছে না জ্যাকলিন ফার্নান্ডেজের। সম্প্রতি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বিপদের মুখে পড়েছেন অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিস। যে কারণে দেশ ছাড়তে পারবেন না জ্যাকলিন। রবিবার মুম্বইয়ের বিমানবন্দরে ইমিগ্রেশন অধিকারিকরা তাঁকে আটকে দেন। ১০ ডিসেম্বর সলমন খানের দা-বাং কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল জ্যাকলিনের। সেই কাজও হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে।
সলমন নাকি জ্যাকলিনের জায়গায় অন্য কোনও অভিনেত্রীকে নেওয়ার কথা ভাবছেন। সলমনের ঘনিষ্ঠ এক সূত্র মারফত জানা গিয়েছে, “জ্যাকলিন এখন খুবই সমস্যার মধ্যে পড়েছেন। আসন্ন দিনে তাঁকে ইডি থেকে ডাকা হতে পারে। এই মুহূর্তে মুম্বইয়ের বাইরে পা রাখতে পারবেন না জ্যাকলিন। রিহাদে দা-বাং কনসার্টে তাঁর অংশ নেওয়ার কথা ছিল। সেই সম্ভাবনা তো এখন গিয়েছে। তাই বিকল্প অভিনেত্রীকে খুঁজছেন সলমন, যিনি জ্যাকলিনের জায়গায় অংশ নিতে পারবেন।”