নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২১ জুলাই:- ▪ দীর্ঘ ছয়মাস সম্পর্কে থাকার পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাচার করার চেষ্টা চালায় এক ব্যাক্তি।প্রতারণার শিকার আসামের এক অষ্টাদশী যুবতী।প্রতারক ব্যাক্তি শফিকুল ইসলাম বর্তমানে পলাতক।তবে,এখনও অবধি যুবতীর তরফে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।যুবতীকে শিলিগুড়ি মহিলা থানায় পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, আসামের এক যুবতীর সাথে প্রেমের সম্পর্কে ছিল শফিকুল ইসলাম।এরপরই মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আসাম থেকে শিলিগুড়ি নিয়ে আসা হয়। শিলিগুড়িতে ছেলেটির দিদির বাড়িতে মেয়েটিকে রাখা হয় এবং সেখান থেকে অন্য এক জায়গায় পাচার করে দেওয়া হয়। মেয়েটির সন্দেহ হওয়ায় ছেলেটির সাথে ফোন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে। তবে, কোনো উত্তর না পাওয়ায় মেয়েটি পালিয়ে আসে এবং শিলিগুড়ি জংশনের ট্রাফিক পুলিশকে সমস্ত ঘটনা জানায়। সেখান থেকে তাকে নিরাপদে শিলিগুড়ি মহিলা থানায় নিয়ে যাওয়া হয় পাশাপাশি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। তবে, ব্যাক্তিটির বিরুদ্ধে এখনও থানায় অভিযোগ দায়ের হয়নি।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাচারের অভিযোগ, পলাতক অভিযুক্ত।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাচারের অভিযোগ, পলাতক অভিযুক্ত।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram