৪ ডিসেম্বর, ব্যস্ততার মাঝে ছাতা নিয়ে বেরোতে ভুলেই যান, তাই তো? ছাতা ছাড়াই না চাইতেও রোদে হাত হয়ে যায়। তারপর বাড়ি ফায়ার যখন নিজেকে দেখেন তখন মনে হয় দিন দিন কেন আপনি এরম কালো হচ্ছেন, মুখ পুড়ছে! এর কারণ প্রতিদিন সূর্যের রোদে আপনি আপনার গায়ের আসল রঙ হারাচ্ছেন। এ তো নয় প্রতিদিনের ঘটনা,কিন্তু এই বিয়ের মরশুমে এভাবে চললে কিভাবে হয়! সামনে বিয়ে নেমন্তন্ন আর আপনি নিজের রূপ কোরকে করতে ভুলেই গেছেন।তাহলে এবার লেগে পড়ুন নিজের আগের রঙ ফিরে পাওয়ার পথে। আপনার রোদে পোড়া ত্বকের কালো দাগ দূর করতে এবার কিছু টিপসের সন্ধান আপনাকে দেওয়া যাক।
রোদে ত্বক কেন পুড়ে যায়, নিশ্চয়ই জানেন যে সূর্যের আলোয় আলট্রা ভায়োলেট রে বা অতি বেগুনী রশ্মি থাকে, যা আপনার ত্বকের সংস্পর্শে এলে ত্বককে পুড়িয়ে লাল করে দেয়। রোদে পোড়া দাগ যদি দূর না করেন তাহলে কিন্তু তা ক্যান্সারের রূপও নিতে পারে। তাই আসুন জেনে নিই সেই মোক্ষম দাওয়াইগুলো যা দিয়ে চুটকিতে পোড়া দাগ ভ্যানিশ করতে পারবেন।
বেকিং সোডা
বেকিং সোডা কিন্তু অ্যালকালাইন জাতীয় পদার্থ। আর তাই বেকিং সোডা যদি আপনার রোদে পোড়া ত্বকে লাগাতে পারেন, তাহলে পোড়ার জ্বালাও কমবে, আবার দাগও দূর হবে।
অ্যালোভেরা
ত্বকের যত্নে যে কোনো সমস্যার সহজ সমাধান আপনি কিন্তু পাবেন অ্যালোভেরার কাছে। অ্যালোভেরার অ্যান্টি- ইনফ্লেমেটরি গুণ থাকায় তা ত্বকের পোড়া দাগ সহজেই দূর করে ও ত্বকের প্রদাহকে কমায়।
দুধ
আপনার ত্বকের পোড়া দাগ কমিয়ে ত্বককে আগের মতো জেল্লাদার আর মাখনের মতো বানাতে কিন্তু দুধের জুড়ি নেই। দুধে প্রচুর পরিমাণে ফ্যাট আর প্রোটিন থাকে, যা ত্বককে নরম করে। আর তাছাড়া দুধের অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ থাকে যা আপনার পোড়ার জ্বালাকে কমাতে সাহায্য করে।
নারকেল তেল
নারকেল তেল কিন্তু আপনার রোদে পোড়া কালো দাগ কমাতে আপনার বেস্ট অপশন হতেই পারে। নারকেল তেলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে যা আপনার ত্বককে ময়েশ্চারাইজড করে। তাছাড়া নারকেল তেলে থাকা ভিটামিন ই ত্বককে মসৃণ করে আর ত্বকের কালো দাগ কমাতে সাহায্য করে।
আলু
আর রোদে পোড়া ত্বক থেকে যদি ইন্সট্যান্ট মুক্তি পেতে চান? তাহলে কিন্তু আপনাকে আলুর পেস্ট ট্রাই করতেই হবে। আসলে আলুতে স্টার্চ থাকে, যা রোদের পোড়া কালো দাগ তাড়াতাড়ি সরাতে পারে।



















