নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৮ ডিসেম্বর, ফের ধর্ষণের অভিযোগ বছর ২৬ বছরের এক যুবকের বিরুদ্ধে। ঘর বন্ধ করে লাগাতার ১০ দিন ধর্ষণ ও মারধর করার অভিযোগ তুলল বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার পাটলী খানপুর গ্রামের এক গৃহবধূ।বছর চব্বিশের ওই গৃহবধূ দুই পুত্র সন্তানের মা। সেই গ্রামেরই যুবক মইনুর গাজী, পেশায় রাজমিস্ত্রি।জানা যায়, বধূর সঙ্গে প্রথমে প্রেম, তারপর ভালোবাসার ছলে প্রেমের ফাঁদে ফেলে ওই মহিলাকে। তারপর তাকে কাজ দেওয়ার নাম করে তামিলনাড়ু নিয়ে যায়।
গৃহবধূ অভিযোগ দীর্ঘদিন ধরে ওই যুবকের সঙ্গে তার একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তারপরে একাধিকবার ফোনে প্রেমালাপ। বধুকে নভেম্বর মাসে নিয়ে যায় তামিলনাড়ুতে, কুড়ি দিন ওই রাজ্যে ছিল যুবক মহিলা কে নিয়ে ,জোরপূর্বক তাকে ঘরবন্দী করে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ ওই গৃহবধূর। একদিকে কাজের প্রলোভন, অন্যদিকে ভালোবাসার বেড়াজালে পা দেয় ঐ বধু তারপরই তাঁর জীবনে নেমে আসে এই বিপদ।
ঘটনার জেরে ওই নির্যাতিতা গতকাল শনিবার হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছে মইনুরের বিরুদ্ধে। এমনকি প্রতিবাদ করলে তাকে মারধর পাশাপাশি তার গহনা টাকা-পয়সা লুট করে নেওয়ার অভিযোগ তুলেছে যুবকের বিরুদ্ধে। বুদ্ধি করে গৃহবধূ কোনরকম তামিলনাড়ু থেকে বাড়ি ফিরেছে, কিন্তু তার পরিবার তাকে মেনে নিতে অস্বীকার করছে, তাই নিরুপায় হয়ে আশ্রয় নিয়েছে আত্মীয়র বাড়িতে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানা পুলিশ। তবে এখনও যুবক পলাতক। নির্যাতিত গৃহবধূর অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে, পাশাপাশি যাতে তার ফাঁসি হয় তারও আবেদন জানিয়েছে।