নিজস্ব সংবাদদাতা,বীরভূম, ১৩ ই নভেম্বর : কখনো ক্যারাটে, কখনো আবার নৃত্য এমন নানান প্রতিযোগিতায় আন্তর্জাতিক আঙ্গিনায় বীরভূম থেকে অংশগ্রহণকারীরা একের পর এক নিয়ে এসেছে সোনা। গর্বিত করেছে নিজের জেলাকে, গর্বিত করেছে বাঙ্গালীদের। আন্তর্জাতিক আঙ্গিনা থেকে সোনা জয় করে আসার এই ধারাবাহিকতাকে বজায় রেখে আবার জেলাবাসীদের গর্বিত করলেন রামপুরহাটের পিয়াসী।
রামপুরহাটের বাসিন্দা দশম শ্রেণীর ছাত্রী পিয়াসী বিশ্বাস গত ৫ই নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্ডিয়ান কালচারের উপর আয়োজিত একটি নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেই প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান দখল করে সোনা ছিনিয়ে নেন। পাশাপাশি সেমি ক্লাসিক্যাল নৃত্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে তিনি অর্জন করেন সিলভার ম্যাডেল।
কয়েক মাস আগে পুনেতে অখিল লোকবালার তরফ থেকে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। যে প্রতিযোগিতায় পিয়াসী ক্লাসিক্যাল ও সেমি ক্লাসিক্যাল নৃত্যে অংশগ্রহণ করে। দুটি প্রতিযোগীতাতেই তিনি প্রথম স্থান অধিকার করার পর আন্তর্জাতিক মহলে অংশগ্রহণ করার সুযোগ পান। আর তারপরেই আন্তর্জাতিক আঙ্গিনায় এত বড় সাফল্য।
পিয়াসী তাঁর এমন সাফল্যের জন্য তাঁর বাবা মা এবং তাঁর শিক্ষিকা শ্রীমতি কেয়া চন্দ্রের অবদানকে তুলে ধরেছেন। আগামী দিনে তিনি কত্থক নিয়ে রিসার্চ করার ইচ্ছা প্রকাশ করেছেন।