বীরভূমের জনসভায় এসে যা বললেন শতাব্দি রায়

বীরভূমের জনসভায় এসে যা বললেন শতাব্দি রায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বীরভূমের জনসভায় এসে যা বললেন শতাব্দি রায়। শনিবার তৃণমূল কংগ্রেসের জনসভা থেকে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দি রায় বলেন , যে সব রাজনৈতিক দল আপনাদের কাছে এসে বলছেন আপনাদের কে সুরক্ষিত ভবিষ্যত দেবে আসলে তারা আপনার সাথে প্রতারনা করছে।যারা বলেছিলো দেশে আচ্ছে দিন আসবে , নিজেদের বিবেকের কাছে জিজ্ঞেস করুন আদেও কি আচ্ছে দিন এসেছে , আরো কষ্টের মধ্যে পড়েছে , অপরিসীম মূল্যবৃদ্ধির সামনে অসহায় মানুষ আজ খেতে পারছে না , বিজেপি সরকার আপনাদেরকে কি দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের হাতে কি দিয়েছে নিজের বিচার করে দেখুন তফাৎ বুঝতে পারবেন।

 

আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তির সঙ্গে আছি তারা আগামী দিনেও একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার অঙ্গীকার করছি। আমাদের সামনে দুটো নির্বাচন আছে , পঞ্চায়েত ও লোকসভা , বিরোধীরা ভাবছে তৃনমুল কংগ্রেসের সংখ্যা লঘু ভোট ভেঙে দেওয়া যায় তাহলে তৃনমুল কংগ্রেস ক্ষতি হবে। তাই আপনারা যদি তৃণমূল কংগ্রেস কে বাদ দিয়ে অন্য কোন রাজনৈতিক দলকে ভোট দেয় সেই ভোট কিন্তু বিজেপির ঘরে জমা পড়ছে ঘুরপথে , কারন সিপিএমের কাজ হচ্ছে বিজেপির সুবিধা করে নিজেদের নাক কাটা। তাই আপনারা সচেতন থাকুন , সর্তক থাকুন।

আরও পড়ুন – পূজার দিনগুলিতে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় বাজবে না ডি.জে

সিপিএম প্রচার করতে এলে তাদের কে জিজ্ঞেস করুন তারা তাদের সরকারের আমলে রাজ্যের মানুষ কে কি দিয়েছেন , আর মমতা বন্দ্যোপাধ্যায় কি দিয়েছে। ওদের কে বুঝিয়ে দিন তফাত টা। বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রচুর স্কুলে তহবিল থেকে টাকা খরচা করে উন্নয়ন করা হয়েছে। শতাবদি রায় একজন ব্যক্তি মাত্র , তৃণমূল কংগ্রেস আপনাদের সহচার্যে ভালোবাসায় আজ দলে পরিণত হয়েছে। আমিও একজন দলের একনিষ্ঠ সৈনিক। দলীয় শৃঙ্খলা মেনে চলাই আমার প্রথম দায়িত্ব ও কর্তব্য। আপনারাও নিজেদের এলাকায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরে নিজেদের কর্তব্য ও দায়িত্ব পালন করুন। বীরভূমের জনসভায়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top