নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৫ ফেব্রুয়ারি, হুগলির স্কুল কার দুর্ঘটনার পর বীরভূমের বিভিন্ন স্কুলে চেকিং করতে শুরু করেছে বীরভূম আরটিও দপ্তর। সপ্তাহ খানেক ধরে লাগাতার চেকিং চলছে বিভিন্ন স্কুলে। খতিয়ে দেখা হচ্ছে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ সহ সকল কাগজপত্র।
এদিন বীরভূমের সিউড়ির লেভেলফিল্ড স্কুলে হঠাৎই সারপ্রাইজ ভিজিট করলো বীরভূম আরটিও দফতরের আধিকারিকরা। খতিয়ে দেখা হল বিভিন্ন স্কুল কার ও স্কুল বাসের অবস্থা। যদিও সেই ভাবে কোনো খুঁত পাওয়া যায়নি লেভেলফিল্ড স্কুলের গাড়িগুলোতে।