বীরভূমে আদিবাসী যুবকের হাতে খুন হল ভবঘুরে-চাঞ্চল্য এলাকায়! বীরভূমের মহম্মদবাজারের হরিন সিংগা গ্রামে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। সূত্রের খবর বৃহস্পতিবার গভীর রাতে বীরভূমের মহম্মদ বাজার থানার অন্তর্গত হরিণ সিংগার হাটতলায় দিলীপ মির্ধা নামে এক ভবঘুরেকে ইট দিয়ে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল অমল হাসদার বিরুদ্ধে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মহম্মদ বাজার থানার অন্তর্গত হরিণ সিংগার হাটতলায় ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে দিলীপ মির্ধাকে। তিনি হিংলো পঞ্চায়েতের পলন গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।এদিকে,শুক্রবার ভোর থেকেই স্থানীয় মানুষ হরিণ সিংগার হাটতলায় দিলীপ মির্ধাকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে মহম্মদ বাজার থানায় খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহম্মদ বাজার থানার পুলিশ।
পুলিশ এসে ওই এলাকা থেকে দিলীপ মির্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় সিউড়ি সদর হাসপাতালে বলে জানা গিয়েছে।তবে,এই ঘটনার পরেই ছয় ঘন্টার মধ্যে অভিযুক্ত অমল হাঁসদাকে আটক করেছে পুলিশ।
আর ও পড়ুন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের প্রাণের ইছামতীর পাড়ে নববর্ষ পালন
এদিকে,পুলিশ সূত্রের খবর , মৃত দিলীপ মির্ধা মহম্মদ বাজার থানার হিংলো পঞ্চায়েতের পলন গ্রামে নির্দিষ্ট বাড়ি থাকা সত্ত্বেও ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন রাস্তায় রাস্তায় । অন্যদিকে অভিযুক্ত অমল হাঁসদা হরিণসিংহার বাসিন্দা। আরও জানা গিয়েছে, দিলীপ মির্ধার বয়স ৩৫ বছর।পুলিশের প্রাথমিক অনুমান তারা দুজনেই সম্ভবত বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় ছিলেন। তারপরই অমল হাঁসদা ইট দিয়ে মাথায় বার বার আঘাত করে দিলীপ মির্ধাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।বর্তমানে এই খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।তবে,কী করে এমন ঘটনা ঘটল, বর্তমানে সে বিষয়েই তদন্ত করছে মহম্মদ বাজার থানার পুলিশ বলে জানা গিয়েছে। আদিবাসী যুবকের