বীরভূম – বীরভূমের মল্লারপুর থানার মহুলা গ্রামের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা ও মেয়ে। বুধবার বিকেলে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে তাঁদের টোটোকে সজোরে ধাক্কা মারে একটি বেপরোয়া ট্রাক্টর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে রয়েছে দুই শিশু। আহতদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদের নাম প্রতীক লেট এবং তাঁর মেয়ে পমি লেট। বুধবার বিকেলে তাঁরা একটি টোটোতে চড়ে আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক্টর তাঁদের টোটোতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় টোটোর যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রতীক লেট ও তাঁর মেয়ে পমিকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এই দুর্ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে তীব্র শোকের ছায়া ও উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেপরোয়া ট্রাক্টর চলাচল প্রায়শই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ক্ষুব্ধ গ্রামবাসীরা দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরটি আটক করেন। পরে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটি জব্দ করে।
এলাকাবাসীরা দাবি জানিয়েছেন, এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। তাঁদের মতে, ট্রাক্টরের অতিরিক্ত গতি এবং নিয়ন্ত্রণহীন চলাচল প্রতিনিয়ত সাধারণ মানুষের জীবনে বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
