বীরভূম জেলায় তৃণমূলের সভা,নেওয়া হল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বছর পেরলেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে জেল থেকে অনুব্রত মণ্ডল নির্দেশ দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে ভালো করে লড়াই করতে হবে, সেই মোতাবেক রবিবার সিউড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ বীরভূম জেলা কোর কমিটির বৈঠক সম্পন্ন হল।তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, এদিনের বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
বৈঠক শেষে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় জানান , আগামী কোর কমিটির বৈঠক হবে রামপুরহাটে। যত দ্রুত সম্ভব বীরভূমের সমস্ত ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতিদের একত্রিতে ডেকে নিয়ে তাদেরকে পঞ্চায়েত নির্বাচনের রূপরেখা দিয়ে দেওয়া হবে। কিভাবে বীরভূমে কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে সেটা নির্ধারিত করে দেওয়া হবে।
সেই ভাবেই ব্লকে অঞ্চলে তৃণমূলের নেতারা কাজ করবে। পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে গ্রামে গ্রাম দল কি কি কর্মসূচি পালন করবে, মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো আরো সহজ সরল ভাবে ব্যাখ্যা দিয়ে মানুষকে বোঝানো মূল লক্ষ্য হবে। কারণ রাজ্য সরকারের যে কটি প্রকল্প সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়েছে , সেই প্রকল্পগুলো সুফল বাড়ি বাড়ি পৌঁছেছে কিনা সেটাও খতিয়ে দেখবে দলীয় কর্মীরা।
পাশাপাশি রবিবার বিকেলে দুবরাজপুরের সংগঠন নিয়ে দীর্ঘ বৈঠক করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব। যেহেতু দুবরাজপুর বিধানসভা টি বিজেপির দখলে রয়েছে তাই দুবরাজপুরের দশটি অঞ্চলে সাংগঠনিক দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। যাতে একজন দুজন নেতার উপর প্রচন্ড চাপ না চলে আসে পঞ্চায়েত নির্বাচনের আগে।
ছোট ছোট দলে বিভক্ত করে সংগঠনকে মজবুত করার দায়িত্ব আজকে দেওয়া হয়েছে। মলয় মুখোপাধ্যায় আরো জানিয়েছেন , হেতমপুর অঞ্চলের দায়িত্বে থাকবে নরেশ বাউরি, লোবা অঞ্চলের দায়িত্বে থাকবে ভোলানাথ মিত্র ,পদুমা অঞ্চলের দায়িত্বে থাকবে স্বপন মন্ডল, যশপুর এবং বালিজুরি অঞ্চলের দায়িত্বে চক্রবর্তী ও নরেশ বাউরি, লক্ষীনারায়নপুর অঞ্চলের দায়িত্বে থাকবে ভোলানাথ মিত্র , গোয়ালিয়ারা অঞ্চলের দায়িত্বে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও ভোলানাথ মিত্র , সাহাপুর অঞ্চলের দায়িত্বে থাকবে মহিম শেখ , চিন্তাই অঞ্চলের দায়িত্বে থাকবে ভোলানাথ মিত্র , নদী অঞ্চলের দায়িত্বে থাকবে স্বপন মন্ডল ।
আরও পড়ুন – ত্রিকোণ প্রেমের পরিনীতিতেই কি গৃহবধূর মৃত্যু, আতঙ্কিত শহরবাসী
এদিনের বৈঠকগুলোতে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের গরু কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী , বীরভূম জেলা শৃঙ্খলা কমিটির সভাপতি অভিজিৎ সিংহ , জেলা সাধারণ সম্পাদক চন্দ্রনাথ সিনহা , বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় , বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন , সদ্য সমাপ্ত কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নির্বাচনে বিরোধীরা তাদের প্রতিনিধি দিতে পারেনি , এখান থেকেই বোঝা যাচ্ছে বীরভূম জেলায় বিজেপি সিপিএম এবং কংগ্রেসের সংগঠন ভেঙে চুরমার হয়ে গেছে।
তবুও আমরা গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক লড়াই পঞ্চায়েত নির্বাচনে করব। যেখানে সুষ্ঠুভাবে বিনা রক্তপাতে নির্বাচন হবে , মানুষ তাদের নিজস্ব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। বিজেপি টিভিতে বসে বড় বড় কথা বলে মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তৈরি চেষ্টা করে যাচ্ছে , কিন্তু বাংলার মানুষ যথেষ্ট সচেতন , তারা উন্নয়নকে সমর্থন করে , এই আগামী পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আবার শক্ত করবে গ্রামীণ প্রান্তিক মানুষরা।