বীরভূম সফরে যাচ্ছেন মমতা, থাকছে প্রকল্প উদ্বোধন ও পদযাত্রা

বীরভূম সফরে যাচ্ছেন মমতা, থাকছে প্রকল্প উদ্বোধন ও পদযাত্রা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বীরভূম – ২৮ জুলাই বীরভূম সফরে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানিয়েছেন, ওই সফরে ইলামবাজারে একটি গুরুত্বপূর্ণ ব্রিজ-সহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বাংলার সংস্কৃতি ও বাঙালি পরিচয়ের উপর কথিত আক্রমণের প্রতিবাদে একটি পদযাত্রাও করার কথা রয়েছে তাঁর।

তবে এই সফরে কোর কমিটির কোনও বৈঠক হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। অনুব্রত মণ্ডলের সঙ্গে পৃথক বৈঠকের সম্ভাবনা নিয়েও কোনও আনুষ্ঠানিক খবর নেই। প্রসঙ্গত, গত একুশে জুলাইয়ের মঞ্চে অনুব্রতর অনুপস্থিতি ও তাঁর ক্ষমতা খর্ব হওয়া নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা চলছিল। এখন তিনি শুধু জেলা কোর কমিটির সদস্য পদেই রয়েছেন।

কাজল শেখ আরও জানান, “মুখ্যমন্ত্রীর সফরের সময় ইলামবাজার থেকে পশ্চিম বর্ধমান যাওয়ার সেতুর শিলান্যাস হবে। এছাড়াও, পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে অপমান ও বাংলা ভাষাকে উপেক্ষা করার প্রতিবাদে পদযাত্রা করবেন তিনি। সেই মিছিলে সাধারণ মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ হবে বলে আমরা আশা করছি।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top