বীর বিরসা মুন্ডার জন্মদিনকে হাতিয়ার করে আদিবাসী ভোটব্যাঙ্ক উদ্ধারে নজর তৃনমূলের

বীর বিরসা মুন্ডার জন্মদিনকে হাতিয়ার করে আদিবাসী ভোটব্যাঙ্ক উদ্ধারে নজর তৃনমূলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বীর বিরসা মুন্ডার জন্মদিনকে হাতিয়ার করে আদিবাসী ভোটব্যাঙ্ক উদ্ধারে নজর তৃনমূলের। লোকসভা ও বিধানসভা ভোটে চা বলয়ে হারানো আদিবাসী ভোটব্যাঙ্ক উদ্ধারই পাখির চোখ। পঞ্চায়েত ভোটেই হবে তার মহড়া। আদিবাসী ভোটব্যাঙ্ক উদ্ধারে এবার আদিবাসীদের আবেগ বীর বীরসা মুণ্ডার জন্ম দিনকে কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার।

 

সেই লক্ষ্যে আগামী ১৫ নভেম্বর মাদারিহাটের বীরপাড়ায় ঘটা করে বীরসা মুণ্ডার জন্মদিন পালনে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সরকারি উদ্যোগে ঘটা করে বীরসা মুণ্ডার জন্ম দিন পালনের পেছনে আদতে যে আদিবাসীদের হারানো ভোটব্যাঙ্ক উদ্ধারের অঙ্কই কাজ করছে একথা তৃণমূল নেতৃত্বও অস্বীকার না।
স্বাধীনতা সংগ্রামী বীরসা মুণ্ডাকে আদিবাসী সম্প্রদায় কার্যত: ভগবান বলে মান্যতা দেয়।

 

রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যস্ততম বীরপাড়া চৌপথিতে বীরসা মুণ্ডার জন্ম দিনে তাঁর আবক্ষ মুর্তি বসানো হবে। রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তর থেকেই আবক্ষ মুর্তি তৈরির খরচ বরাদ্দ করা হয়েছে। দপ্তর সূত্রে খবর, বীরসা মুণ্ডার মুর্তি তৈরিতে খরচ হচ্ছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।
রাজ্য সরকারের নির্দেশে ১৫ নভেম্বর আবক্ষ মুর্তি উন্মোচনের ঘটনায় সাক্ষি থাকতে আদিবাসী সম্প্রদায়ের ১০ হাজার মানুষকে হাজির করানোর টার্গেট নেওয়া হয়েছে । তার জন্য জেলার ৬৪টি চা বাগান থেকে শ্রমিকদের আনা হবে। এই উপলক্ষ্যে ওই দিন বীরপাড়া চৌপথির পাশে একটি ক্লাবের মাঠে দিনভর আদিবাসীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন – তৃণমূলের জনসভায় মহিলাদের উপস্থিতি কম, লক্ষ্মীর ভান্ডার বন্ধের নিদান!

আবক্ষ মুর্তি উন্মোচন করবেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক। উপস্থিত থাকবেন জেলা প্রশাসনের আধিকারিকরাও। মুখ্যমন্ত্রীর নির্দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ধামসা মাদল সহ অন্যান্য বাদ্যযন্ত্রও বিলি করা হবে আদিবাসীদের মধ্যে। মন্ত্রী বুলুচিক বরাইক বলেন, সরকারি উদ্যোগেই এবার আলিপুরদুয়ারের বীরপাড়ায় বীরসা মুণ্ডার জন্মদিন পালন করা হবে। এজন্য বীরপাড়া চৌপথিতে বীরসা মুণ্ডার আবক্ষ মুর্তি বসানো হবে। আবক্ষ মুর্তিতে খরচ হবে সাড়ে তিন লক্ষ টাকা। তাঁর দপ্তর থেকেই এই টাকা খরচ হচ্ছে।

 

লোকসভা ও বিধানসভা ভোটে আলিপুরদুয়ারে তৃণমূলকে খালি হাতে ফিরতে হয়েছে। হারতে হয়েছে বিজেপি’র কাছে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বীরসা মুণ্ডার জন্ম দিন ঘটা করে পালন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার বার্তা দিতে চায় ভোটে হারলেও সরকার আদিবাসীদের পাশেই আছে।

 

তৃণমূল নেতৃত্বও সেটা অস্বীকার করেনি। তৃণমূলের জেলা সভাপতি প্রকাশচিক বরাইক বলেন, লোকসভা ভোটই আমাদের আসল লক্ষ্য। তার আগে রয়েছে পঞ্চায়েত নির্বাচন। বীরপাড়ায় বীরসা মুণ্ডার আবক্ষ মুর্তি উন্মোচনের দিন ১০ হাজার চা শ্রমিকের জমায়েত করে বার্তা দেওয়া হবে রাজ্যের তৃণমূল সরকার আদিবাসীদের পাশেই আছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top