রাজ্য – জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) নতুন নির্দেশিকা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়মে পরিবর্তন এনে এক নতুন সুযোগের দরজা খুলে দিয়েছে কমিশন। নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনও নির্দিষ্ট বুথে সেই এলাকার ভোটারদের মধ্যে থেকে বি.এল.এ নিয়োগ করা সম্ভব না হয়, তবে ওই বিধানসভা কেন্দ্রের অন্য বুথের ভোটারকেও সেই বুথের বি.এল.এ হিসেবে নিয়োগ করা যাবে।
আগের নিয়মে স্পষ্টভাবে বলা ছিল, শুধুমাত্র সেই বুথের ভোটারই ঐ বুথের বি.এল.এ হতে পারবেন। কিন্তু নতুন সিদ্ধান্তে সেই বাধ্যবাধকতা তুলে নেওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই পরিবর্তনের মাধ্যমে বিজেপিকে সরাসরি সুবিধা দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন।
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, “বিজেপি বহু এলাকায় স্থানীয় এজেন্ট পাচ্ছে না। তাই কমিশনের নিয়ম পরিবর্তনের মাধ্যমে এখন অন্য বুথ থেকে লোক এনে এজেন্ট বসানোর সুযোগ করে দেওয়া হয়েছে। এটি আসলে নির্বাচনী প্রক্রিয়াকে ভিতর থেকে প্রভাবিত করার একটি সুপরিকল্পিত চক্রান্ত।”
এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “বিজেপি এবং বিরোধীদের সুবিধা পাইয়ে দিতেই এই ভয়ঙ্কর খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন। লোক পাচ্ছে না বিরোধীরা, তাই এখন নিয়ম বদলে দেওয়া হচ্ছে। বিজেপির স্বার্থে কমিশন কাজ করছে— এটি গণতন্ত্রের জন্য এক বিপজ্জনক বার্তা।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যথাযথ জায়গায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আওয়াজ তুলবে।”




















