বুদগামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: এসইউভি-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত ৪, আহত ৫

বুদগামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: এসইউভি-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত ৪, আহত ৫

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লি – শ্রীনগরের নওগ্রামের বিস্ফোরক আতঙ্কের মাঝেই জম্মু-কাশ্মীর থেকে এল আরও এক দুঃসংবাদ। শনিবার গভীর রাতে বুদগাম জেলার পালার এলাকায় এসইউভি গাড়ি ও একটি ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে চারজনের। অন্তত পাঁচজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের মতে, রাত প্রায় ১০টা ৩০ মিনিট নাগাদ ভয়াবহ শব্দে কেঁপে ওঠে এলাকা। ধারণা করা হচ্ছে—দুটি গাড়িরই গতি ছিল অত্যন্ত বেশি। স্থানীয়রা দ্রুত ছুটে এসে দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে নয়জনকে উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কী কারণে সংঘর্ষ ঘটল, অতিরিক্ত গতি নাকি অন্য কোনও ত্রুটি—তা জানতে তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top