
বুধবার সকালে মুর্শিদাবাদে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হ’ল ৩ জনের, ঘটনায় গুরুতর আহত আরো ৩ জন। আহতদের ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদিন সকালে নবগ্রাম থানার শিবপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি ট্যাঙ্কারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। মৃত বিশ্বনাথ হাজরা নামে ওই ব্যক্তি নবগ্রামের বাসিন্দা। ঘটনায় আহত হয় আরো দুই জন সাইকেল আরোহী। দুর্ঘটনার পর ঘাতক গাড়ি ও চালক পলাতক বলে জানা গিয়েছে। অন্যদিকে বহরমপুরের কলাবাগান এলাকায় লরি ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় ২ ব্যক্তির। মৃত সিরাজুল সেখ ও হাসিমুল সেখ পেশায় মাছ ব্যবসায়ী- নবগ্রাম থানার রঘুপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। গুরুতর আহত হয় এক বোলেরো যাত্রী। এই ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করা গেলেও চালক পলাতক বলে জানা গিয়েছে। স্থানীয়দের তৎপরতায় দুটি দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।




















