বিনোদন – দ্বিতীয়বার মা হলেন মানসী।
বুধবার সকালেই সুখবর ভাগ করে নিলেন নিম ফুলের মধু সিরিয়াল-এর মৌমিতা। দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। প্রসঙ্গত, মার্চের শেষে সন্তান প্রসবের কথা থাকলেও রবিবারই হাসপাতালে ভর্তি হয়ে যান অভিনেত্রী। আর তারপরই বুধবার সকালে সুখবর শোনালেন মানসী।
গত বছরেই মানসী জানিয়েছিলেন যে তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন। একটা সময় স্বামীর সঙ্গে ভাল সম্পর্ক ছিল না মানসীর, সেই কথা নিজেই অকপটে স্বীকার করেছেন বহুবার। তাঁদের একটি মেয়ে আছে। আর তার জন্যই স্বামীর সঙ্গে সব সম্পর্ক ঠিক করে আবার সংসারে মন দিয়েছেন মানসী। কিছুদিন আগেই ঘটা করে সাধের অনুষ্ঠান হয়েছে, তবে সেখানেও স্বামী বা শ্বশুড়বাড়ির কাউকে দেখা যায়নি। বুধবার সোশ্যাল মিডিয়া পেজে একটি কার্ড শেয়ার করে জানানো হয় যে মানসীর পুত্রসন্তান হয়েছে। কার্ডে একটা ছোট্ট বাচ্চার নীল রঙে আঁকা একজোড়া পায়ের ছাপ। সঙ্গে লেখা ইটস অ্যাা বেবি বয়।
মানসী এর আগে এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে রবিবার চেক আপে এসেছিলেন, তখনই ডাক্তার ভর্তি হয়ে যেতে বলেন অভিনেত্রীকে। একটু অবজারভেশনে রেখে ওটি করবে। মঙ্গলবার ওটি করার কথা থাকলেও মানসীর ইচ্ছেতেই বুধবার ওটি করা হয়। প্রসঙ্গত, দ্বিতীয় বার মা হতে চলেছেন মানসী। তাঁর এক কন্যাসন্তানও রয়েছে। তাই নতুন মানুষ আসার আনন্দ যেমন রয়েছে। তেমনই আবার একরত্তি মেয়েটাকে বাড়িতে রেখে আসার দুঃখও হচ্ছে।
মানসী জানিয়েছেন, তাঁর একমাত্র কন্যা খুবই কান্নাকাটি করছে। মাকে ছেড়ে থাকতে তার কষ্ট হচ্ছে। এখন বেশ কিছুদিন হাসপাতালেই থাকতে হবে মানসী ও সদ্যোজাতকে। তারপর ঘরে ফিরতে পারবেন। টলিপাড়ার দুঁদে খলনায়িকা অভিনেত্রী মানসী সেনগুপ্ত। অধিকাংশ সিরিয়ালেই তাঁকে নেগেটিভ চরিত্রেই দেখা য়ায়। ‘নিমফুলের মধু’র মৌমিতার ছলকলা দেখে অনেকেই তাঁর প্রতি বিরক্ত। তবে বাস্তবে সিরিয়াল পাড়ার সবারই খুব প্রিয় মানসী। মাঝে মধ্যেই তিনি ধরা দেন বোল্ড অবতারে। এখন কিছুদিন কাজ থেকেও বিরতি। সকলেই অপেক্ষা করছেন একরত্তিকে দেখার জন্য।
