আলিপুরদুয়ার – মঙ্গলবার ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে হঠাৎই বেরিয়ে আসে একটি বুনো হাতি। মুহূর্তের মধ্যেই সেটি ছট ঘাটের দিকে এগোতে শুরু করলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হ্যামিল্টনগঞ্জের ছট ঘাট এলাকায়। সেই সময় সেখানে হাজার হাজার দর্শনার্থীর সমাগম হয়েছিল, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত মানুষের মধ্যে।
ঘটনার খবর পেয়ে দ্রুত সক্রিয় হয়ে ওঠেন বনকর্মীরা। তাঁরা প্রথমে হাতিটিকে শান্ত করার চেষ্টা করেন এবং পরে সেটিকে জঙ্গলের দিকে ফেরানোর উদ্যোগ নেন। কিছুক্ষণ উত্তেজনার পর হাতিটি ছট ঘাট থেকে সড়কে চলে আসে এবং অবশেষে নিরাপদে জঙ্গলের দিকে ফিরে যায়।
স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা বন দপ্তরের দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন। যদিও এই আকস্মিক ঘটনায় উৎসবমুখর পরিবেশে সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, বনকর্মীদের তৎপরতায় বড় কোনও বিপদের আশঙ্কা এড়ানো গেছে।




















