বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিতর্কে মুখ খুললেন ইরফান পাঠান: “দল আগে, বিশ্রাম পরে”

বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিতর্কে মুখ খুললেন ইরফান পাঠান: “দল আগে, বিশ্রাম পরে”

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – ভারতীয় দলের তারকা পেসার জশপ্রীত বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। সিরিজ শুরুর আগে থেকেই জানা গিয়েছিল, তাঁকে ঠিক কতগুলি টেস্টে খেলানো হবে তা নির্ধারিত রয়েছে। এমনকি দলের নতুন কোচ গৌতম গম্ভীরও ইঙ্গিত দিয়েছিলেন, তিনটির বেশি টেস্টে বুমরাহকে খেলানো হবে না। এই পরিস্থিতিতে ইংল্যান্ড সফরের ম্যাঞ্চেস্টার টেস্টের আগে এই বিতর্ক আরও জোরাল হয়ে উঠল, যখন প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান এই বিষয়ে খোলাখুলি মত প্রকাশ করলেন।

একটি ইউটিউব চ্যানেলে ইরফান বলেন, “বুমরাহ, আমি তোমাকে প্রচণ্ড সম্মান করি। তোমার স্কিল অসাধারণ। কিন্তু আমি বিশ্বাস করি, যখন তুমি ভারতের জার্সি পরে মাঠে নামবে, তখন নিজের সবটুকু উজাড় করে দেবে। যদি খেলো, তাহলে নিজের সেরাটা দাও। না হলে সম্পূর্ণ বিশ্রাম নাও। কারণ যখন তুমি দেশের হয়ে খেলছ, তখন ব্যক্তিগত চিন্তার আগে দলই আসে।”

বর্তমানে চোটের কারণে অর্শদীপ সিং ও আকাশ দীপ ছিটকে যাওয়ায়, ম্যাঞ্চেস্টার টেস্টে বুমরাহর খেলা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। আগের দিন সাংবাদিক সম্মেলনে মহম্মদ সিরাজও একরকম নিশ্চিত করে দিয়েছেন এই বিষয়টি। তবে বুমরাহর প্রতি বোঝাপড়ার জায়গা থাকলেও, তাঁর বিশ্রামের ধরণ নিয়ে ইরফান কিছুটা বিরক্ত।

তিনি আরও বলেন, “আমি বুমরাহর দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলছি না। কিন্তু যখন দলের প্রয়োজন, তখন অতিরিক্ত এক ধাপ এগিয়ে যাওয়া দরকার।” বেন স্টোকস ও জোফ্রা আর্চারের উদাহরণ তুলে ধরে তিনি বোঝাতে চেয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে দলের জন্য আত্মত্যাগ কতটা গুরুত্বপূর্ণ।

এই মন্তব্য নতুন করে আলোড়ন তুলেছে ভারতীয় ক্রিকেট মহলে। যেখানে একদিকে খেলোয়াড়দের ফিটনেস রক্ষা করার জন্য ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে দলের প্রয়োজনে সর্বোচ্চ দেওয়া কি কোনোভাবে কম গুরুত্ব পাচ্ছে? বুমরাহর আগামী পারফরম্যান্স ও ব্যবস্থাপনাই হয়তো এই বিতর্কের সঠিক উত্তর দেবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top